অকালে মাকে হারিয়েছেন ইতি গৌড়। বাবাও অসুস্থ। সংসারে অভাব লেগেই আছে। তবে, এসব বাধা আটকাতে পারেনি ইতির পড়াশোনা চালিয়ে যাওয়ার স্পৃহাকে। চা বাগানের টিলায় দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা ইতি সব বাধা ডিঙিয়ে একের পর এক একাডেমিক সাফল্যের সিঁড়ি পেরিয়ে পৌঁছে গেছেন দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের সবুজ টিলায় ইতি গৌড়ের বাড়ি। পিছিয়ে পড়া চা শ্রমিক জনগোষ্ঠী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ পেয়ে প্রশংসায় ভাসছেন ইতি। তার সাফল্যে চা বাগানের বাসিন্দারাও খুশি। ইতির সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন তারা। তাকে অভিনন্দন জানাতে আসছেন অনেকেই। বরমচাল চা বাগান থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে ইতিই প্রথম। 

সরেজমিনে বরমচাল চা বাগানে গেলে কথা হয় সেখানকার অনেক বাসিন্দার সঙ্গে। তবে, ইতি গণমাধ্যমের সামনে আসতে নারাজ। 

স্থানীয় শিক্ষানুরাগী গণেশ কানু বলেছেন, “ইতি যে সফলতা অর্জন করেছে, এতে আমরা আনন্দিত। বরমচাল চা বাগানের জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়। ইতি গৌড় অবহেলিত স্থান থেকে উঠে এসেছে। সে আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সে এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যলয়ে সুযোগ পেয়েছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।” 

ইতির বাবা শংকর গৌড় বলেন, “আমার মেয়ে অনেক বড় হবে, এটাই আমার স্বপ্ন।”

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ বলেন, “অভাব-অনটনকে পিছে ফেলে ইতি গৌড় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। চা শ্রমিকের সন্তানের জন্য এটি বড় সফলতা।” 

চা বাগানের নিয়মিত শ্রমিকের খাতায় ইতির নাম লেখা থাকলেও সে নাম মুছে যাবে মেধার টানে। ইতির নাম এখন দেশের সর্বেচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতায় লেখা হয়ে গেছে। 

দুই বছর আগে ইতির মা সুমিত্রা গৌড় মারা যান। বাবা শংকর গৌড় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে আছেন। ইতির মাসি ষষ্ঠী গৌড় পরিবারের দেখাশোনা করেন। 

ঢাকা/আজিজ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অনুষ্ঠিত হলো ‘রোড টু বিসিএস—সফলতার গল্প’ শীর্ষক সেমিনার। কলেজের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে গত রোববার (১৪ সেপ্টেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আমানুল্লাহ আল মারুফ।

সেমিনারে ৪৪তম বিসিএসে সফল হওয়া তিন তরুণ অংশ নেন। ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফরহাদ হোসেন (প্রথম), পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মো. এমদাদুল্লাহ (৩১তম) এবং শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৌশিক গোপ (২৩তম) শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তাঁরা বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও সফলতার কৌশল নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, ক্যারিয়ারে সফল হতে চাই অধ্যবসায়। পড়াশোনার পাশাপাশি বই পড়া, ভাষাজ্ঞান ও আত্মোন্নয়নমূলক শিক্ষা খুব জরুরি।

ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা রবিউল আলম লুইপা বলেন, ক্লাব নিয়মিত ক্যারিয়ার–বিষয়ক সেমিনার ও কর্মশালা আয়োজন করছে। সামনে সিভি লেখার কর্মশালা, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার ও জব ফেয়ারের আয়োজন করা হবে। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থী নুসরাত আরা মীম বলেন, অনুষ্ঠানে অংশ নিয়ে বিসিএস পরীক্ষার ধাপ ও সফল হওয়ার কৌশল সম্পর্কে জানার সুযোগ হয়েছে।

আরও পড়ুনজেন–জিরা কি চাকরিক্ষেত্রে সব সময় প্রশংসা চান১৫ সেপ্টেম্বর ২০২৫

আলোচনা শেষে ক্যারিয়ার–বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা সদস্য মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর ফারুক। চার শতাধিক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি আশেক মাহমুদ কলেজে ক্যারিয়ার–বিষয়ক সেমিনার অনুষ্ঠিত