সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিখোঁজের দুই দিন পর শামীম শেখ (২৮) নামের মানসিক প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুঠিরচর গ্রামের এসিআই ফুড লিমিটেডের কারখানার পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

শামীম শেখ ওই গ্রামের সাইফুল শেখের ছেলে। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগ, এসিআই কারখানার লোকজন শামীমকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। এদিকে লাশ উদ্ধারের পর এলাকার বিক্ষুব্ধ লোকজন এসিআই কারখানায় চড়াও হয়। কারখানাটির বেশ কিছু দরজা-জানালার কাচ ও কিছু আসবাব ভাঙচুর করে তারা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শামীম মানসিক প্রতিবন্ধী। তিনি মাঝেমধ্যে কারখানার কিছু জিনিসপত্র নিয়ে আসতেন। এ কারণে কারখানার লোকজন তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। 
শামীমের বাবা সাইফুল শেখ বলেন, গত বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে তাঁর ছেলে আর ফেরেননি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। এক পর্যায়ে শুক্রবার দুপুরে এসিআই ফুড লিমিটেডের কারখানার পাশের একটি ডোবা-জঙ্গলে শামীমের লাশ দেখেন সাইফুল। তাঁর অভিযোগ, কারখানার কর্মচারীরা শামীমকে হত্যা করে ডোবায় ফেলে দেয়। তিনি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন।

কামারখন্দ থানার এসআই আব্দুর রব বলেন, শামীমের বাঁ হাতে ধারালো অস্ত্রের আঘাতে একটি চিহ্ন রয়েছে। তাঁর গলায় গামছা পেঁচানো ছিল। এ ছাড়া তাঁর বুকে ও মুখে পুড়ে যাওয়ার মতো দুটি কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শামীমের বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডে কারখানার লোকজন জড়িত থাকতে পারে সন্দেহে এলাকার বিক্ষুব্ধ লোকজন সেখানে হামলা চালায়। এতে কারখানার দরজা-জানালার কাচ ও কিছু আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ বিষয়ে কুঠিরচরে অবস্থিত এসিআইর কারখানার ব্যবস্থাপক আইয়ুব খান জানান, কারখানার দরজা, জানালা ও আসবাব ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল কজন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ