এবার উইম্বলডনের শুরুতেই আলোচনায় ‘ভূকম্পন’। না, খেলার সময় কোর্টের মাটি বা স্থাপনা কেঁপে ওঠেনি। তবে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে যে ধরনের ফল হয়েছে, তাতে টেনিস–বিশ্বে ভূকম্পনই অনুভূত হয়েছে। দ্বিতীয় রাউন্ডের মধ্যেই (একটি ম্যাচ শুক্রবার পর্যন্ত স্থগিত) বাদ পড়ে গেছেন ৩৬ বাছাই খেলোয়াড়। যা টেনিসে নতুন রেকর্ড।
এর আগে তৃতীয় রাউন্ডের আগে সর্বোচ্চ ৩৫ বাছাই বাদ পড়েছিলেন ২০২০ ফ্রেঞ্চ ওপেনে। এবারের উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডের ভেতরেই বিদায় নিয়েছেন গত মাসে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন কোকো গফ ও ছেলেদের তৃতীয় বাছাই আলেক্সান্ডার জভেরভ। শুধু প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছেন শীর্ষ ১০ বাছাইয়ের আটজন। যা ১৯৬৮ সালে টেনিসে উন্মুক্ত যুগ শুরুর পর সবচেয়ে বেশি।
অবাক করার মতো তথ্য আছে আরও। মেয়েদের শীর্ষ ৫ বাছাইয়ের মধ্যে তৃতীয় রাউন্ডে জায়গা করতে পেরেছেন শুধু র্যাঙ্কিংয়ের ১ নম্বরে থাকা আরিয়ানা সাবালেঙ্কা, উন্মুক্ত যুগে এমনটা ঘটল মাত্র দ্বিতীয়বার। প্রশ্ন হচ্ছে, এবারের উইম্বলডনে এত বেশি ‘তারকা-পতন’ কেন?
বিবিসি এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে। যেখানে উঠে এসেছে অন্তত পাঁচটি কারণ।
আরও পড়ুনজোকোভিচের সামনে ‘সেঞ্চুরির’ হাতছানি২০ ঘণ্টা আগেঅস্বাভাবিক আবহাওয়াএবারের উইম্বলডনে খেলোয়াড়দের লড়তে হচ্ছে চরম গরমের সঙ্গেও। উইম্বলডনের ইতিহাসে এবারই প্রথম উদ্বোধনী দিনে সবচেয়ে বেশি গরম রেকর্ড করা হয়েছে—সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। খেলোয়াড়দের বরফের প্যাক, ঠান্ডা তোয়ালে ও প্রচুর পানি দেওয়া হয়েছে পরিস্থিতি সহনশীল করার জন্য। তবু কেউ কেউ শারীরিক অসুস্থতা ও ক্লান্তির কথা জানিয়েছেন। ব্রিটিশ ক্যামেরন নরি যেমন বলেছেন, আবহাওয়া ‘শরীরের জন্য একধরনের ধাক্কা ছিল’।
গরমে ভুগছেন খেলোয়াড়েরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র উইম বলডন ত য় র উন ড
এছাড়াও পড়ুন:
অঘটন এড়িয়ে তৃতীয় রাউন্ডে আলকারাজ ও সাবালেঙ্কা
‘আশা করছি, এই টুর্নামেন্টে এবার আর কোনো অঘটন ঘটবে না।’
উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ওঠার পর কথাগুলো বলেছেন নারী টেনিসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। এমন প্রার্থনা সাবালেঙ্কা করতেই পারেন। এবারের উইম্বলডন যে প্রথম রাউন্ড থেকেই একের পর এক অঘটনের জন্ম দিচ্ছিল।
প্রথম রাউন্ড থেকে ছেলেদের বিভাগে ছিটকে গেছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরেভ। মেয়েদের এককে অঘটনের শিকার হয়েছেন কোকো গফ, জেসিকা পেগুলা ও ঝেং কিনওয়েন। সব মিলিয়ে প্রথম দুই দিনে পুরুষ ও নারী এককে শীর্ষ দশে থাকা খেলোয়াড়দের মধ্যে আটজনই বিদায় নিয়েছেন, যা ওপেন যুগে কোনো গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড।
দ্বিতীয় রাউন্ডে বড় অঘটনের শিকার হওয়ার মতো ছিলেন ছেলেদের বিভাগে কার্লোস আলকারাজ আর মেয়েদের বিভাগে সাবালেঙ্কা। তবে দুজনই সেটি এড়িয়ে জয় নিয়ে কোর্ট ছেড়েছেন। এর মধ্যে আলকারাজ জিতেছেন সহজেই। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন ব্রিটিশ খেলোয়াড় অলিভার টারভেটকে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৩৩ নম্বরে থাকা টারভেটকে হারাতে আলকারাজের সময় লেগেছে দুই ঘণ্টা ১৭ মিনিট। ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘সবার আগে আমি অলিভারের প্রশংসা করতে চাই। এটা তার ট্যুরে দ্বিতীয় ম্যাচ, আর আমি সত্যিই ওর খেলা উপভোগ করেছি। জানতাম, আমাকে নিজের সেরাটা খেলতে হবে। আমি আমার পারফরম্যান্সে খুশি, তবে ওকেও বড় কৃতিত্ব দিতে হবে।’
দ্বিতীয় রাউন্ড পেরিয়েছেন সাবালেঙ্কাও।