জুলাই যোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা একটি বিভ্রান্তিকর ভিডিওর অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানিয়েছে, ভিডিওটি আসলে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলাই যোদ্ধার সঙ্গে জড়িয়ে প্রচার করা হচ্ছে।

এক বিবৃতিতে বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সেনাবাহিনী এক জুলাই যোদ্ধার কাছ থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে বলে দাবি করে একটি ভিডিও প্রচার করা হয়। কিন্তু যাচাই করে দেখা যায়, ভিডিওটি কোন জুলাই যোদ্ধার নয়। এটি আসলে আওয়ামী লীগের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ঘটনার।

আরো পড়ুন:

পাবিপ্রবিতে মাল্টিমিডিয়া জার্নালিজমবিষয়ক কর্মশালা 

সাগর-রুনিকে ঘিরে নির্মিত ‘অমীমাংসিত’ পেল ছাড়পত্র

অনুসন্ধান টিম আরো জানায়, ভিডিওতে থাকা ‘নাগরিক টিভি’-র লোগো থেকে যাচাই করে তাদের ইউটিউব চ্যানেলে গত ১৫ জুন প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। সেখানে দেখা যায়, ঘটনার দিন সাতক্ষীরায় রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম অভিযান চালায় এবং অস্ত্রসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করে।

পরবর্তীতে দেশের একাধিক গণমাধ্যমেও একই ঘটনার খবর প্রকাশিত হয়। প্রতিবেদগুলোতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার ছোট ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়। অভিযান থেকে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, সাবেক এমপির বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ভিডিওকে জুলাই যোদ্ধার ঘটনা বলে প্রচার করা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্যের বিরুদ্ধে লড়াই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে বাংলাফ্যাক্ট।

সূত্র: বাসস

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ