Prothomalo:
2025-07-04@21:41:46 GMT

সাঁতার শিখি, জীবন বাঁচাই

Published: 4th, July 2025 GMT

সাঁতার কেবল একটি ক্রীড়া নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। প্রতিবছর বাংলাদেশে বহু মানুষ পানিতে ডুবে মারা যায়, যার বড় কারণ সাঁতার না জানা। অথচ এই দক্ষতা থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

নদীমাতৃক বাংলাদেশে সর্বত্রই নদী, খাল, বিল, পুকুর ও জলাশয় বিদ্যমান। বর্ষাকালে বন্যা ও জলাবদ্ধতা সাধারণ ঘটনা। এ ধরনের পরিস্থিতিতে পানিতে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, বিশেষত শিশু ও বয়স্কদের ক্ষেত্রে। যদি সাঁতারের ন্যূনতম দক্ষতাও না থাকে, তবে একটি দুর্ঘটনা মুহূর্তেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

শুধু জীবনরক্ষাই নয়, সাঁতার একটি পূর্ণাঙ্গ ব্যায়ামও। এটি শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গকে সক্রিয় রাখে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং মানসিক প্রশান্তি দেয়। হাঁটুর ব্যথা, স্থূলতা কিংবা বাতের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্যও এটি একটি চমৎকার চিকিৎসামূলক ব্যায়াম।

বহু উন্নত দেশে বিদ্যালয়ে সাঁতার শেখানো বাধ্যতামূলক। আমাদের দেশেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্দিষ্ট বয়সে সাঁতার শেখানোর ব্যবস্থা করা উচিত। স্থানীয় প্রশাসন ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় শহর ও গ্রামে নিরাপদ সাঁতার প্রশিক্ষণের সুযোগ গড়ে তুলতে হবে।

সাঁতার জানলে শুধু নিজের নয়, অন্যের জীবন বাঁচানোও সম্ভব। তাই এখনই সময় সাঁতার শেখার। সাঁতার শিখি, জীবন বাঁচাই।

আছিয়া রহমান

শিক্ষার্থী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন জ্বালানি মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ভালো নির্বাচন মানে যে ভোটার ভোট দিতে যাবেন, সে ভোট দিতে পারবেন।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা এ সময় আরও বলেন, প্রার্থীদের পোলিং এজেন্টার থাকতে পারবেন। সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। যে নির্বাচিত হয়ে আসবেন তাকেই আমরা স্বাগত জানাব।

তিনি বলেন, আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোনো কাজ করবেন না, যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যেন থাকেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। আশা করি আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো। আমাদের যাত্রায় বিঘ্ন ঘটেছে, সেই বাধা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিব মো. সাইফুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা প্রশাসক হাছিনা বেগমসহ অনেকেই। পরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মাদারগঞ্জ সোলার প্ল্যান পরিদর্শনে যান।

সম্পর্কিত নিবন্ধ