বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে একজন সমকামীকে বাংলাদেশের জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হি‌সে‌বে নি‌য়ো‌গ অবিবেচনাপ্রসূত উল্লেখ ক‌রে এই সিদ্ধান্ত রি‌ভিউ করার দা‌বি জা‌নি‌য়ে‌ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৪ জুলাই) এক বিবৃ‌তি‌তে দল‌টির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এ দা‌বি জানান।

তি‌নি ব‌লেন, “বাংলাদেশের জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসেবে নিয়োগ পাওয়া কূটনীতিক রিচার্ড এস হাওয়ার্ড একজন সমকামী। এমন খবর বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান রাষ্ট্রের জন্য দুঃখজনক। একজন সমকামীকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তের আগে এখানকার সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত।”

আরো পড়ুন:

ইসলামী দলগু‌লোর ঐক‌্যবদ্ধ নির্বাচনে ইসলামপন্থিরাই রাষ্ট্র ক্ষমতায় আস‌বে: রেজাউল করীম

সংবিধান সংশোধনসহ সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: মামুনুল হক

মাওলানা ইউনুছ আহমাদ ব‌লেন, “একজন সমকামীকে দূত হিসেবে নিয়োগ দেওয়া জাতিসংঘের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তে দেশে নতুন কোনো অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আমরা ধারণা করছি। চব্বিশের জুলাই পরবর্তী স্থিতিশীল একটি দেশকে অস্থিতিশীল করার মতো কোনো সিদ্ধান্ত জাতিসংঘের মতো প্রতিষ্ঠান থেকে আসুক তা আমরা বিশ্বাস করতে চাই না। সুতরাং আমরা মনে করি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত রিভিউ করবেন।”

“ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের মাধ্যমে সংস্থাটি যদি এদেশের মানুষের বোধ-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড প্রমোট করার অপচেষ্টা চালাতে চায়, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের সচেতন মানুষকে সাথে নিয়ে সোচ্চার হবে,” ব‌লেও হুঁশিয়া‌রি দেন তি‌নি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর একজন সমক ম সমক ম ক ইসল ম

এছাড়াও পড়ুন:

রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রেস সচিব 

গুঞ্জন রয়েছে দায়িত্ব শেষ হওয়ার পর রাজনীতিতে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে এ বিষয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। 

বুধবার (২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন। 

সেখানে লেখেন, “দায়িত্ব শেষ হওয়ার পর আমি কী করব—তা নিয়ে নানা রকম গুজব ছড়িয়েছে। কিছু বন্ধু আমাকে জানিয়েছেন, প্রেস সচিবের দায়িত্ব শেষ হওয়ার পর আমি নাকি কোনো শীর্ষ রাজনৈতিক দলে বা সদ্য প্রতিষ্ঠিত নতুন কোনো দলে যোগ দিতে যাচ্ছি। সত্যি বলতে, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের প্রতি মোহগ্রস্ত ছিলাম না। সংসদ সদস্য বা কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা হলে যে ধরনের জীবনযাপন করতে হয়, তা আমার পছন্দ নয়।” 

“সিঙ্গাপুর বা ইউরোপের মতো জায়গায় রাজনীতিকদের জন্য সম্মানজনক ও আর্থিকভাবে লাভজনক, কিন্তু আমাদের দেশে রাজনীতি যদি আপনি সৎভাবে করেন, তাহলে সেখানে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই।” 

নিজের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি—দায়িত্ব শেষ হলে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেব না, বরং আমি আবার সাংবাদিকতায় ফিরে যেতে চাই। আবার লেখালেখিতে সক্রিয় হতে চাই।” 

“আমার মাথায় কয়েকটি বইয়ের ভাবনা আছে। চাইলে আমি আমার বাকি জীবনটা শুধু ‘জুলাই অভ্যুত্থান’ নিয়েই লিখে কাটিয়ে দিতে পারি। আমি জীবনে এমন স্বতঃস্ফূর্ত, সাহসী রাজনৈতিক আন্দোলন আর দেখিনি।” 


কিংবদন্তি মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ও জীবনী লেখক রবার্ট ক্যারোর উদাহরণ দেন তিনি। রবার্ট ক্যারো  তার পুরো জীবন ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রের ৩৬তম প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের জীবনী লেখার পেছনে।

“সেভাবেই একজন লেখক চাইলে তার পুরো জীবন একটি বিপ্লব বা অভ্যুত্থানের ওপর কাটিয়ে দিতে পারেন। (আমি জানি, কিছু মানুষ ‘বিপ্লব’ শব্দটি পছন্দ করেন না)।”

তিনি লেখেন, “তবে প্রশ্ন আছে আমার জীবনের এই পরবর্তী পর্যায়ে আমি কি নিরাপদ থাকব?  গত কয়েক মাসে আমি বিপুল সংখ্যক হুমকি পেয়েছি—বিশেষ করে আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে।  তবে এসব হুমকি মূলত হতাশাগ্রস্ত কিছু মানুষের মুখের কথা, যারা জনগণের মাঝে শেষ জনপ্রিয়তাটুকুও হারিয়ে ফেলেছে।” 

“আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আমার জীবনের পরবর্তী ওই সময়ের জন্য,” বলেন প্রেস সচিব। 

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • আন্দোলনে সৃষ্টিশীলতা
  • তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতি, বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার ১৩
  • বাংলাদেশ সফরে আসছে না ভারত
  • খুলনায় প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ প্রসঙ্গ: পরীক্ষা বাতিল, তদন্ত কমিটি
  • তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ‘শাপলা’ প্রতীক নিয়ে সিইসির সঙ্গে বৈঠক নাগরিক ঐক্যের
  • বন্দরে টিসিবি পন্য নিয়ে কারসাজি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা 
  • নাক ভেঙেছে আদাহর
  • রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রেস সচিব