Prothomalo:
2025-07-04@17:08:39 GMT

জোতা স্পেনে কী করছিলেন

Published: 4th, July 2025 GMT

দিয়োগো জোতা খেলেন ইংল্যান্ডের ক্লাব লিভারপুলে। তাঁর বাড়ি পর্তুগালে। গতকাল তিনি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন স্পেনের জামোরা প্রদেশে। প্রশ্ন উঠতে পারে, তিনি স্পেনে কেন গিয়েছিলেন? মৌসুম শেষে অনেক ফুটবলারই ছুটি কাটাতে স্পেনের বিভিন্ন অবকাশযাপন কেন্দ্রে যান। লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড জোতা অবশ্য ছুটি কাটাতে স্পেনে যাননি।

মৌসুম শেষ করে জোতা পর্তুগালে জন্মভূমি পোর্তোতে ফিরেছিলেন। সেখানেই তিনি শৈশবের প্রেমিকা রুত কার্দোসোকে বিয়ে করেন। স্ত্রী আর তিন সন্তানকে রেখে বিয়ের পর লিভারপুলের প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে ফেরার জন্য স্পেনে গিয়েছিলেন জোতা।

দিয়োগো জোতাকে স্মরণ করছে লিভারপুলের সমর্থকেরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আইপিএলের সময়ই টেস্টের প্রস্তুতি নিয়েছেন গিল

তুলনাটা তাঁদের মধ্যে না চাইলেও ওঠে। অদ্ভুত সব ঘটনা তাঁদের জুড়ে দেয় একসঙ্গেও। অধিনায়কত্বের ক্ষেত্রেই যেমন—শুবমান গিল সেঞ্চুরি পেয়েছেন অভিষেকেই, বিরাট কোহলিও তাই। কিন্তু দুজনেই টেস্ট নেতৃত্বে প্রথম ম্যাচে হেরেছেন। গিল সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচেও, যে কীর্তি ছিল কোহলিরও—তবে তা আর এতটুকুতেই আটকে থাকেনি।

২৬৯ রানের ইনিংসে অনেক রেকর্ডই ওলট–পালট করে দিয়েছেন গিল। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে উপমহাদেশের বাইরে আড়াই শর বেশি রানের ইনিংস খেলেছেন। ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পেয়েছেন দেশের বাইরে। গিলের এত সব কীর্তি গড়ার পেছনের গল্প যদিও বেশ পরিশ্রমের।

আরও পড়ুনজাদেজা কি সত্যিই পিচ নষ্ট করতে চেয়েছিলেন৮ ঘণ্টা আগে

একের পর এক ম্যাচ–টুর্নামেন্ট খেলে ক্রিকেটারদের এখন দম ফেলার ফুরসত পাওয়াই মুশকিল। এই সিরিজের আগেই যেমন ভারতের ক্রিকেটারদের ব্যস্ততা ছিল আইপিএলে। টি–টোয়েন্টি ক্রিকেটের রমরমা ওই সময়েই নাকি শুবমান গিল প্রস্তুতি নিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের!

এজবাস্টন টেস্টে ২৬৯ রানের ইনিংসে দলকে ৫৮৭ রানের বড় সংগ্রহ এনে দেওয়ার পর সম্প্রচারকদের এমন কথাই জানিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক গিল, ‘টি–টোয়েন্টি থেকে টি–টোয়েন্টিতে খেলতে নামা সহজ। কিন্তু টি–টোয়েন্টি থেকে টেস্টে আসা কঠিন—কারণ, আপনি দলের সঙ্গে একটা ধরনে অনুশীলন করছেন আর আপনার মন ও মাথাও তখন ওদিকেই থাকে।’

আইপিএল চলার সময় টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দেন কোহলি ও রোহিত শর্মা। ভারতের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় গিলকে। ব্যাটিংয়েও এত দিন ওপেনিং বা তিন নম্বরে খেলা গিলকে দেওয়া হয় কোহলির চার নম্বর জায়গা। নতুন এই দায়িত্বের প্রস্তুতি নিতে টি–টোয়েন্টি খেলতে খেলতে টেস্টের জন্য প্রস্তুতি নিয়েছেন—গুজরাট টাইটানসের হয়ে আইপিএলে খেলা গিল আহমেদাবাদে নেটে অনুশীলন করেন ডিউক বলে, যে বলে খেলা হচ্ছে এই সিরিজে।

তবে আইপিএল চলার সময় এই অনুশীলন যে সহজ ছিল না, তা স্পষ্ট গিলের কথায়, ‘বারবার আপনার মাথা ও শরীকে (আলাদা অনুশীলনে) মানিয়ে নিতে বলাটা চ্যালেঞ্জিং। এ জন্য আমি আইপিএলের সময়ই টেস্টের অনুশীলন শুরু করি—তখনই আমি শারীরিক ও মানসিকভাবে দীর্ঘ পরিসরের ক্রিকেটের জন্য প্রস্তুত হয়েছি।’

হেডিংলি টেস্টে ঋষভ পন্তের সঙ্গে মাঠ ছাড়ছেন ভারতের অধিনায়ক শুবমান গিল

সম্পর্কিত নিবন্ধ