মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে কোন কোন দেশের
Published: 4th, July 2025 GMT
মহাকাশে স্যাটেলাইটের (কৃত্রিম উপগ্রহ) সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিগগিরই সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা পৃথিবীর কক্ষপথের সর্বোচ্চ সীমা স্পর্শ করতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তারপরও মহাকাশে স্যাটেলাইট পাঠানো থেমে নেই। বর্তমানে বিভিন্ন দেশের পাঠানো ১২ হাজার ৯৫২টি স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে। শুধু এ বছরই ১৪৫টি নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে।
বর্তমানে মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে যুক্তরাষ্ট্রের। মহাকাশে দেশটির পাঠানো স্যাটেলাইটের সংখ্যা ৮ হাজার ৫৩০, এর মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট রয়েছে ৭ হাজার ৪০০টির বেশি। স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট পাঠানো দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটির পাঠানো স্যাটেলাইটের সংখ্যা ১ হাজার ৫৫৯টি। ৯০৬টি স্যাটেলাইট পাঠিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য ও জাপান। দেশ দুটির পাঠানো স্যাটেলাইটের সংখ্যা যথাক্রমে ৭৬৩টি ও ২০৩টি।
মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট পাঠানো দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ফ্রান্স। নির্ভুল সংখ্যা জানা না গেলেও ১০০টির বেশি স্যাটেলাইট পাঠিয়েছে দেশটি। সপ্তম ও অষ্টম অবস্থানে থাকা ভারত ও জার্মানি পাঠিয়েছে যথাক্রমে ১৩৬টি ও ৮২টি স্যাটেলাইট। ৬৬টি ও ৬৪টি স্যাটেলাইট পাঠিয়ে নবম ও দশম অবস্থানে রয়েছে যথাক্রমে ইতালি ও কানাডা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স য ট ল ইট র স খ য স য ট ল ইট প ঠ অবস থ ন সবচ য়
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ
ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের
সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।
বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
ঢাকা/শাহীন/মাসুদ