মহাকাশে স্যাটেলাইটের (কৃত্রিম উপগ্রহ) সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিগগিরই সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা পৃথিবীর কক্ষপথের সর্বোচ্চ সীমা স্পর্শ করতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তারপরও মহাকাশে স্যাটেলাইট পাঠানো থেমে নেই। বর্তমানে বিভিন্ন দেশের পাঠানো ১২ হাজার ৯৫২টি স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে। শুধু এ বছরই ১৪৫টি নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে।

বর্তমানে মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট রয়েছে যুক্তরাষ্ট্রের। মহাকাশে দেশটির পাঠানো স্যাটেলাইটের সংখ্যা ৮ হাজার ৫৩০, এর মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট রয়েছে ৭ হাজার ৪০০টির বেশি। স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট পাঠানো দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটির পাঠানো স্যাটেলাইটের সংখ্যা ১ হাজার ৫৫৯টি। ৯০৬টি স্যাটেলাইট পাঠিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য ও জাপান। দেশ দুটির পাঠানো স্যাটেলাইটের সংখ্যা যথাক্রমে ৭৬৩টি ও ২০৩টি।

মহাকাশে সবচেয়ে বেশি স্যাটেলাইট পাঠানো দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ফ্রান্স। নির্ভুল সংখ্যা জানা না গেলেও ১০০টির বেশি স্যাটেলাইট পাঠিয়েছে দেশটি। সপ্তম ও অষ্টম অবস্থানে থাকা ভারত ও জার্মানি পাঠিয়েছে যথাক্রমে ১৩৬টি ও ৮২টি স্যাটেলাইট। ৬৬টি ও ৬৪টি স্যাটেলাইট পাঠিয়ে নবম ও দশম অবস্থানে রয়েছে যথাক্রমে ইতালি ও কানাডা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স য ট ল ইট র স খ য স য ট ল ইট প ঠ অবস থ ন সবচ য়

এছাড়াও পড়ুন:

এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?

ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।

প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।

আরো পড়ুন:

ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন

রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস

দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

তৃতীয় ধাপ: মাংস  কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।

শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ