‘মাধ্যমিক পর্যায়ে গত বছর ২৫ শতাংশ শিক্ষার্থী ঝড়ে পড়েছে’
Published: 4th, July 2025 GMT
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল বলেছেন, “ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের একটা দাবিও পূরণ করেনি বরং তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মাধ্যমিক পর্যায়ে গত বছর ২৫ শতাংশ শিক্ষার্থী ঝড়ে পড়েছে। এর কারণ মানহীন কারিকুলাম। এখান থেকে অবশ্যই ফিরে আসতে হবে।”
শুক্রবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শামীম আল মামুন জুয়েল বলেন, “শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করলেই শিক্ষা থেকে বৈষম্য দূর হবে। ফলে শিক্ষার মান বাড়বে এবং জাতি এগিয়ে যাবে। শুধু উন্নয়ন দিয়ে দেশ চলে না। যদি উন্নয়ন দিয়ে দেশ চলতো তাহলে ফ্যাসিস্ট সরকার যেত না। উন্নয়নকে টেকসই করতে হলে শিক্ষিত জাতি লাগবে।”
বাংলদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল সদর উপজেলার সাধারণ সম্পাদক মো.
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিটিএর উপদেষ্টা আবুল কাশেম, সহ-সভাপতি গোলাম রব্বানী ও মীর মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/কাওছার/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতের এজবাস্টন-দুঃস্বপ্ন কি তাহলে কাটতে চলেছে
এজবাস্টন যেন ভারতের জন্য দুঃস্বপ্নের এক নাম! এই মাঠে কখনোই কোনো টেস্ট জিততে পারেনি দলটি। মনসুর আলী খান পতৌদি থেকে এস ভেঙ্কটরাঘবন, কপিল দেব থেকে মোহাম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি থেকে বিরাট কোহলি-কেউই পারেননি। হালের সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকেও ফিরতে হয়েছে শূন্য হাতে।
এজবাস্টনে এবার ভারত দলকে নেতৃত্ব দিচ্ছেন শুবমান গিল। তাঁর নেতৃত্বে এবার এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানেই আছে ভারত। প্রথম ইনিংসে ১৮০ রানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে ভারত। তৃতীয় দিনের খেলা তারা শেষ করেছে ১ উইকেটে ৬৪ রান নিয়ে। ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ২৪৪ রানে। ২৮ রান নিয়ে উইকেটে আছেন লোকেশ রাহুল। তাঁর সঙ্গী করুণ নায়ারের রান ৭। তাহলে কি এজবাস্টনের দুঃস্বপ্ন এবার কাটতে চলেছে ভারতের?
লাঞ্চ বিরতিতে মাঠ ছাড়ছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জেমি স্মিথ (বাঁ থেকে)। দুজনেই করেছেন সেঞ্চুরি