‘৬০ হাজার কোটি টাকা ব্যয় হলে জামালপুরের চেহারা পাল্টে যাবার কথা’
Published: 4th, July 2025 GMT
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “আমি ২০০৮ সালে প্রথম জামালপুরে এসেছি। আমি তখন সরকারের বিদ্যুৎ সচিব ছিলাম। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, জামালপুর জেলার কোনো উন্নতি আমি দেখিনি। কতগুলো ভবন হয়েছে।”
তিনি বলেন, “আমরা শুনেছি, এখানে নাকি ৬০ হাজার কোটি টাকা উন্নয়নে ব্যয় হয়েছে। ৬০ হাজার কোটি টাকা ব্যয় হলে জামালপুরের চেহারা পাল্টে যাবার কথা। এরকম কোনো কিছু আমরা দেখলাম না। যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তারাও এখন আর নেই। আপনারা যে জবাব চাইবেন সেটারও ব্যবস্থা নেই।”
শুক্রবার (৪ জুলাই) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
বাংলাদেশে জাপানের সহযোগিতা বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
সন্ত্রাসে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা
ফাওজুল কবির বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে। ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। ভালো নির্বাচন মানে, যে ভোটার ভোট দিতে যাবেন এবং ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে পারবেন। বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকতে পারবেন এবং ভোটের পরে সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে।”
তিনি বলেন, “আমরা কোনো দলের সমর্থক না, যেই আসুক আমরা তাকে স্বাগত জানাব। তবে, এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যতে খুব খারাপ হবে। এ জন্য আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন করতে পারবেন। তিনি এমন কোন কাজ করবেন না, যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যাতে এখানে থাকেন এমন কাউকে নির্বাচিত করবেন। আশা করি, আমরা একটা সফল নির্বাচন করতে পারব।”
ফাওজুল কবির বলেন, “দেশে জ্বালানির সংকট রয়েছে। জ্বালানি সংকট সমাধানে নতুন করে আরো ২০০টি নতুন কূপ খনন করা হবে। তাছাড়া এখানে যে পরিমাণ গ্যাস পাওয়া গেছে, তা আশানুরূপ নয়। এখানে দৈনিক গড়ে ৪-৫ মিলিয়ন গ্যাস উত্তোলন সম্ভব। এই কূপ থেকে তিন কিলোমিটার দূরে আরেকটি কূপ খনন করা হবে। কূপটি খনন করলে আরো ভালোভাবে বিষয়টি জানা যাবে। এর আগে টু ডি, থ্রি ডি সার্ভে করে এটার সম্ভবতা আরো নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।”
উপদেষ্টা বলেন, “সব সরকারি ভবনের ছাদে সোলার স্থাপন করা হবে। এসব সোলারের কোনো ব্যাটারি থাকবে না। সোলার থেকে আসা বিদ্যুৎ সরাসরি গ্রিডে যুক্ত হবে। এতে সরকারের ব্যয় অনেকটাই কমবে।”
জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্রোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান সভায় সভাপতিত্বে করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব মো.
ঢাকা/শোভন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট ক প খনন ক উপদ ষ ট সরক র
এছাড়াও পড়ুন:
নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।
আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।