কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মো. হিরামন নামে ২৪ বছর বয়সী এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হিরামন ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে।  

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

নুর এ আলম খান তার মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোয়াল ঘর থেকে গরুর জন্য খাবার আনতে যান হিরামন। এ সময় ওই ঘরে চার্জে দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশার তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

ঢাকা/রুমন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইরানে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। 

রোববার তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের নিম্নোক্ত মোবাইলফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
+ ৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও  +৯৮৯১২২০৬৫৭৪৫।

সম্পর্কিত নিবন্ধ