কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মো. হিরামন নামে ২৪ বছর বয়সী এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হিরামন ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে।  

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.

নুর এ আলম খান তার মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোয়াল ঘর থেকে গরুর জন্য খাবার আনতে যান হিরামন। এ সময় ওই ঘরে চার্জে দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশার তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

ঢাকা/রুমন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ