জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি, কারামুক্ত হয়ে নুসরাত ফারিয়া
Published: 20th, May 2025 GMT
মঙ্গলবার বিকালে কারামুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। জামিনে মুক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন নুসরাত ফারিয়া।
মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে নিজের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন নুসরাত ফারিয়া। তাতে তিনি লেখেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।”
কৃতজ্ঞতা জানান সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ইন্ডাস্ট্রির সহশিল্পী ও সাধারণ মানুষের প্রতি। ফারিয়া লেখেন, “এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, তাদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারতাম না।”
আরো পড়ুন:
মুক্তির পর ফারিয়ার পোস্ট, দিলেন অসুস্থতার বার্তা
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া
বিশেষ ধন্যবাদ জানিয়ে নুসরাত ফারিয়া লেখেন, “বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদের। তাদের এই সাপোর্টটা আমার জন্য ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।”
গত ১৮ মে দুপুরে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তারপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
নুসরাত ফারিয়ার জামিন শুনানির জন্য ২২ মে, নতুন তারিখ ধার্য থাকলেও আদালত বিশেষ শুনানি করে একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার (২০ মে) নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। আজ বিকেলে ৩টা ২৮ মিনিটে কারাগার থেকে মুক্তি পান এই অভিনেত্রী।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় ‘জুলাই আন্দোলনে’ অংশ নেন এনামুল হক নামে এক ব্যক্তি। সেদিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। কয়েক মাস চিকিৎসার পর সুস্থ হয়ে চলতি বছরের ৩ মে মামলাটি দায়ের করেন তিনি। এ মামলায় নুসরাত ফারিয়া ২০৭ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। এজাহারে তাকে আওয়ামী লীগের অর্থের ‘জোগানদাতা’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়