বাংলাদেশ–আরব আমিরাতের সিরিজ নির্ধারণী টি–টোয়েন্টি আজ। আইপিএলে আছে মোস্তাফিজের দল দিল্লির ম্যাচ। রাতে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল।৩য় টি–টোয়েন্টি
বাংলাদেশ–আরব আমিরাত
রাত ৯টা, টি স্পোর্টস
বাংলাদেশ ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’
সকাল ১০টা, টি স্পোর্টস
ঢাকা আবাহনী–চট্টগ্রাম আবাহনী
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
পুলিশ এফসি–ফর্টিস এফসি
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
মুম্বাই ইন্ডিয়ানস–দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১
১ম কোয়ালিফায়ার
কোয়েটা গ্ল্যাডেয়েটর্স–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ৮–৩০ মি.
আল নাসর–আল খালিজ
রাত ১০–১০ মি., সনি স্পোর্টস টেন ৫
আল ওয়েহদা–আল হিলাল
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ৫
ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ১
ফাইনাল
টটেনহাম–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প র টস ট ন
এছাড়াও পড়ুন:
ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে
ক্রোম ব্রাউজারে থাকা ভয়ংকর এক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। ‘জিরো ডে’ ঘরানার এ ত্রুটি কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের সময় গোপনে ব্যবহারকারীদের কম্পিউটারে কোড যুক্ত করে নজরদারি চালাতে পারে সাইবার অপরাধীরা। আর তাই ত্রুটি সমাধানে ক্রোম ব্রাউজারের নতুন নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করতে যাচ্ছে গুগল।
গুগল জানিয়েছে, ‘সিভিই-২০২৫-৬৫৫৪’ নামের জিরো ডে ঘরানার নিরাপত্তাত্রুটিটি শনাক্ত করেছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ। গত ২৫ জুন শনাক্তের পর ত্রুটিটিকে উচ্চমাত্রার ত্রুটি হিসেবে চিহ্নিত করে সমাধান করার চেষ্টা চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই ত্রুটিটির সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা হবে। সাইবার হামলা থেকে রক্ষা পেতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সিস্টেমে চলা যন্ত্রে দ্রুত হালনাগাদ নিরাপত্তা প্যাঁচটি ব্যবহার করতে হবে।
গুগলের তথ্যমতে, সিভিই-২০২৫-৬৫৫৪ ত্রুটিটি কাজে লাগিয়ে কম্পিউটারে ম্যালওয়্যারের মাধ্যমে নতুন কোডযুক্ত করা যায়। এর ফলে দূর থেকে গোপনে কম্পিউটারে থাকা তথ্য ও ছবি সংগ্রহ করা সম্ভব। আর তাই নিরাপদ থাকতে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্তের পরপরই ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের নিরাপদে রাখতে নিয়মিত ব্রাউজারের নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে গুগল। কিন্তু জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। ফলে চাইলেও দ্রুত নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা সম্ভব হয় না। আর তাই প্যাঁচ উন্মুক্তের আগে সাইবার অপরাধীরা যদি কোনো ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়।
সূত্র: গ্যাজেটস ৩৬০