চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে দুটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার উত্তর পদুয়া সাদেক সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল টাকা ও মালামাল লুট করে এবং এক পরিবারের দুই ভাইকে কুপিয়ে জখম করে।

ডাকাত দল মেহেদী হাসান ও তাঁর প্রতিবেশী আবুল কাসেমের পাকা বসতঘরের দরজা ভেঙে লুটপাট চালায়। এ সময় আহত দুজন হলেন সাদেক সিকদার পাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসানের দুই ছেলে রায়হান উদ্দিন (২৫) এবং রিফাত হোসেন (২২)। বর্তমানে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় ইউপি সদস্য আমানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গতকাল রাত ২টার দিকে প্রায় ৩০ সদস্যের একটি ডাকাত দল এলাকায় আসে। তাদের কাছে বন্দুক, ছুরিসহ দেশি অস্ত্র ছিল। এ সময় তারা আবুল কাসেমের ঘর থেকে ৬০ হাজার টাকা, ৪টি মুঠোফোন, আড়াই ভরি সোনার গয়নাসহ মালামাল লুট করে। এ ছাড়া মেহেদী হাসানের ঘর থেকে ৩ লাখ টাকা, সোনার গয়না, মুঠোফোনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দিলে মেহেদী হাসানের দুই ছেলেকে কুপিয়ে জখম করে তারা। পরে আশপাশের এলাকার মসজিদের মাইকে ডাকাত আসার খবর প্রচার করা হলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লোহাগাড়া থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পর পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এ সময়

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ