চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে দুটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার উত্তর পদুয়া সাদেক সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল টাকা ও মালামাল লুট করে এবং এক পরিবারের দুই ভাইকে কুপিয়ে জখম করে।

ডাকাত দল মেহেদী হাসান ও তাঁর প্রতিবেশী আবুল কাসেমের পাকা বসতঘরের দরজা ভেঙে লুটপাট চালায়। এ সময় আহত দুজন হলেন সাদেক সিকদার পাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসানের দুই ছেলে রায়হান উদ্দিন (২৫) এবং রিফাত হোসেন (২২)। বর্তমানে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় ইউপি সদস্য আমানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গতকাল রাত ২টার দিকে প্রায় ৩০ সদস্যের একটি ডাকাত দল এলাকায় আসে। তাদের কাছে বন্দুক, ছুরিসহ দেশি অস্ত্র ছিল। এ সময় তারা আবুল কাসেমের ঘর থেকে ৬০ হাজার টাকা, ৪টি মুঠোফোন, আড়াই ভরি সোনার গয়নাসহ মালামাল লুট করে। এ ছাড়া মেহেদী হাসানের ঘর থেকে ৩ লাখ টাকা, সোনার গয়না, মুঠোফোনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দিলে মেহেদী হাসানের দুই ছেলেকে কুপিয়ে জখম করে তারা। পরে আশপাশের এলাকার মসজিদের মাইকে ডাকাত আসার খবর প্রচার করা হলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লোহাগাড়া থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পর পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এ সময়

এছাড়াও পড়ুন:

নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি

আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। 

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।

ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি

জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ