খাগড়াছড়ির আলুটিলায় একটি ইটবোঝাই ট্রাক্টর ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় চারজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে আলুটিলার ময়লার টিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়।

আহতরা হলেন থৈয়াপ্রু মারমা (২০), মো. রহিম (৩০), মো. শাহিন (৩০) ও রমজান আলী (২৭)। আহত ব্যক্তিরা সবাই খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা এবং ট্রাক্টরটির চালক-শ্রমিক। তাঁদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের। ময়লার টিলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় কাভার্ড ভ্যানটির। এ সময় ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং আগুন ধরে যায় কাভার্ড ভ্যানটিতে। কাভার্ড ভ্যানে থাকা চালক-সহকারী লাফ দিয়ে নিজেদের রক্ষা করে করেন। এরপর গাড়ি রেখে চালক-সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খাগড়াছড়ির আলুটিলায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পুলক দে প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টরের সংঘর্ষের কারণে সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন একপাশে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকের হোসেন বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে তাঁরা কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি প্রথম আলোকে বলেন, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে কেউ দগ্ধ হননি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ভ র ড ভ য নট দ র ঘটন স ঘর ষ

এছাড়াও পড়ুন:

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৫ 

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানিয়েছেন। 

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের মমতাজ আহমদ (৫০), চরফ্যাশনের মো. আরাফাত (৩০), পাথরঘাটার মো. ইব্রাহিম (২৬), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন একটি বিশেষ অভিযান চালায়। নাজিরারটেক-সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে ৩৪০ বস্তা সিমেন্ট জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়। তারা শুল্ক-কর ফাঁকি দিয়ে সিমেন্ট পাচার করছিল।

আটক পাঁচ পাচারকারী, জব্দ করা সিমেন্ট এবং বহনকারী নৌকার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত নিবন্ধ