খাগড়াছড়িতে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের পর কাভার্ড ভ্যানে আগুন, আহত ৪
Published: 24th, May 2025 GMT
খাগড়াছড়ির আলুটিলায় একটি ইটবোঝাই ট্রাক্টর ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় চারজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে আলুটিলার ময়লার টিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়।
আহতরা হলেন থৈয়াপ্রু মারমা (২০), মো. রহিম (৩০), মো. শাহিন (৩০) ও রমজান আলী (২৭)। আহত ব্যক্তিরা সবাই খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা এবং ট্রাক্টরটির চালক-শ্রমিক। তাঁদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের। ময়লার টিলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় কাভার্ড ভ্যানটির। এ সময় ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং আগুন ধরে যায় কাভার্ড ভ্যানটিতে। কাভার্ড ভ্যানে থাকা চালক-সহকারী লাফ দিয়ে নিজেদের রক্ষা করে করেন। এরপর গাড়ি রেখে চালক-সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
খাগড়াছড়ির আলুটিলায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পুলক দে প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টরের সংঘর্ষের কারণে সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন একপাশে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকের হোসেন বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে তাঁরা কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি প্রথম আলোকে বলেন, আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে কেউ দগ্ধ হননি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ভ র ড ভ য নট দ র ঘটন স ঘর ষ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫