রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর এই সংস্করণে ভারতের নতুন অধিনায়ক হলেন শুবমান গিল। ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান। আজ নতুন টেস্ট অধিনায়ক গিল ও সহ–অধিনায়ক হিসেবে ঋষভ পন্তের নাম ঘোষণা করে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত। এ সংস্করণে তাঁর রানখরা নিয়ে সমালোচনা আগেই ছিল। তবে গত নভেম্বর থেকে জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় বোর্ডার–গাভাস্কার সিরিজে প্রকট রানখরায় ভোগায় প্রচুর সমালোচনা হয়েছে তাঁর। সেই সিরিজে ভারতের সহ–অধিনায়ক ছিলেন পেসার যশপ্রীত বুমরা। রোহিত টেস্ট ছাড়ার পর বুমরার অধিনায়ক হওয়ার সম্ভাবনা নিয়ে পক্ষে–বিপক্ষে মতামত দিয়েছেন অনেকেই। তবে রোহিতের অবসর নেওয়ার পরের দিন ইএসপিএনক্রিকইনফো জানিয়েছিল, বুমরা নন গিলের নতুন টেস্ট অধিনায়ক হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
বোর্ডার–গাভাস্কার সিরিজে রোহিতের অনুপস্থিতিতে দুটি টেস্টে ভারতের অধিনায়কত্ব করেছিলেন বুমরা। দীর্ঘদিন ধরেই এই পেসার চোটের সমস্যার কারণে সব ম্যাচ খেলতে পারেন না। বেছে বেছে ম্যাচ খেলেন। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বুমরা কিছু ম্যাচ খেলতে পারবেন না, বিসিসিআই এটা বোঝার পর গিলের অধিনায়ক হওয়া অবশ্য সম্ভাব্য ছিল।
ভারতকে তিন টেস্টে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল ও বিরাট কোহলিও আলোচনায় ছিলেন। রোহিত টেস্ট অধিনায়কের দায়িত্ব নেওয়ার আগে এই সংস্করণে অধিনায়ক ছিলেন কোহলি। কিন্তু রোহিতের মতো কোহলিও গত ১২ মে টেস্ট ছাড়ার ঘোষণা দেন।
ক্রিকেটে সবচেয়ে বড় দৈর্ঘ্যের দুটি সংস্করণে ভারতের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই গিলের। এ পর্যন্ত পাঁচ টি–টোয়েন্টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন গিল। ভারত ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ের পর সে বছরের মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল তারা। সেখানেই পাঁচ ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন গিল, যে সিরিজটি একাদশে বেশির ভাগ অনিয়মিত খেলোয়াড় নিয়ে খেলে ৪–১–এ জিতেছিল ভারত। টেস্ট ও ওয়ানডেতে গিল কখনো ভারতের অধিনায়কত্ব করেননি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ ম্যাচে অধিনায়কত্ব করেছেন এবং এবার আইপিএলে গুজরাট টাইটানসের অধিনায়কত্ব করে ফ্র্যাঞ্চাইজি দলটিকে প্লে–অফেও তুলেছেন।
২০২০ সালের ২৬ ডিসেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক গিলের। এ পর্যন্ত ৩২ টেস্টে ৩৫.

০৫ গড়ে ১৮৯৩ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে দেশের মাটিতে তাঁর টেস্ট গড়ের (৪২.০৩) তুলনায় বিদেশের মাটিতে (২৭.৫৩) গড়টা একটু প্রশ্নবিদ্ধ। এবার প্রথম ইংল্যান্ডে পূর্ণাঙ্গ সফরে যাবেন গিল, যেখানে আবার প্রথমবারের মতো টেস্টে অধিনায়কত্বও করবেন। ইংল্যান্ডে এর আগে ২০২১ ও ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি ফাইনাল খেলেছেন গিল। ২০২১ সালে ইংল্যান্ড সফরে পঞ্চম টেস্টেও খেলেছেন।
পাঁচ টেস্টের ইংল্যান্ড সফর হবে ২০২৫–২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের প্রথম অভিযান। ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট শুরু হবে। এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জুলাই থেকে। ১০ জুলাই থেকে তৃতীয় টেস্ট শুরু হবে লর্ডসে। ২৩ জুলাই চতুর্থ টেস্ট ওল্ড ট্র্যাফোর্ডে এবং ওভালে পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই থেকে। এর আগে চার দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভারত।
২৫ বছর ২৫৯ দিন বয়সে টেস্ট অধিনায়ক হলেন গিল। বয়সের দিক থেকে তিনি ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক। মনসুর আলী খান পতৌদি (২১ বছর ৭৭ দিন), শচীন টেন্ডুলকার (২৩ বছর ১৬৯ দিন), কপিল দেব (২৪ বছর ৪৮ দিন) ও রবি শাস্ত্রীর (২৫ বছর ২২৯ দিন) পর পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক গিল।
ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। করুন নায়ার, শার্দুল ঠাকুর, সাই সুদর্শনের স্কোয়াডে ঠাঁই হলে জায়গা পাননি তারকা পেসার মোহাম্মদ শামি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স স করণ প রথম

এছাড়াও পড়ুন:

ডিজিটাল নিরাপত্তা আইনের সেই মামলা থেকে অব্যাহতি পেলেন মিনহাজ মান্নান

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক মিনহাজ মান্নান ইমনের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

এ রায়ের ফলে ওই মামলা থেকে মিনহাজ মান্নান অব্যাহতি পেলেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মঈন ফিরোজী।

আইনজীবীর তথ্য অনুসারে, ওই মামলায় ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও মিনহাজ মান্নান ইমনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। পলাতক অপর চার আসামি হলেন সুইডেনপ্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, হাঙ্গেরিপ্রবাসী সামিউল ইসলাম খান ওরফে স্যাম ওরফে জুলকার নাইন, আশিক ইমরান ও ওয়াহিদুন নবী।

দিদারুল ইসলাম ও মিনহাজ মান্নান নারাজি আবেদন দিলে তা নামঞ্জুর হয়। এই আদেশের বিরুদ্ধে মিনহাজ মান্নান একই বছর হাইকোর্টে আপিল করেন। ২০২২ সালের ২৪ আগস্ট হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে মিনহাজ মান্নানের ক্ষেত্রে মামলাটির কার্যক্রম স্থগিত করেন। শুনানি শেষে আপিল মঞ্জুর করে আজ রায় দেওয়া হয়।

আদালতে মিনহাজ মান্নানের পক্ষে শুনানি করেন আইনজীবী মঈন ফিরোজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগ তুলে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে ২০২০ সালের ৫ মে মামলাটি করা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এতে কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক আহমেদ ও রাষ্ট্রচিন্তার দিদারুল ইসলামকে আসামি করা হয় এবং আটজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।

আরও পড়ুন১০ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর০৪ মার্চ ২০২১

এ মামলায় কারাবন্দী মুশতাক আহমেদ ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি মারা যান। এ কারণে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

মামলার নথি থেকে জানা গেছে, অভিযোগ গঠনের সময় ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে হাজির ছিলেন দিদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান। তাঁরা নিজেদের নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। সেদিন কার্টুনিস্ট কিশোর আদালতে হাজির না থাকায় তাঁর জামিন বাতিল করা হয়।

আরও পড়ুনআজিমপুর কবরস্থানে সমাহিত লেখক মুশতাক২৬ ফেব্রুয়ারি ২০২১

সম্পর্কিত নিবন্ধ

  • টি-টোয়েন্টি থেকে উইলিয়ামসনের অবসরের ঘোষণা
  • ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন মুজিবুর রহমান
  • চিম্বুকে ভালুকের আক্রমণে একজন আহত, ৫ বছরে ১০ জন হামলার শিকার
  • উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবে রিয়াল মাদ্রিদ
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সেই মামলা থেকে অব্যাহতি পেলেন মিনহাজ মান্নান
  • যেভাবে বাঁচবে মেছো বিড়াল