স্ত্রীকে কেন ‘নিষ্ঠুর’ বললেন রাজকুমার?
Published: 11th, July 2025 GMT
বলিউড তারকা যুগল রাজকুমার রাও-পত্রলেখা। প্রায় এক যুগ প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০২১ সালের ১৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন। কয়েক দিন আগে বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছেন রাজকুমার রাও। এ আলাপচারিতায় স্ত্রী পত্রলেখাকে ‘নিষ্ঠুর’ বলে মন্তব্য করেছেন এই অভিনেতা।
স্ত্রী পত্রলেখার কাছ থেকে কাজ নিয়ে প্রতিক্রিয়া জানতে চান কি না? জবাবে রাজকুমার রাও বলেন, “হ্যাঁ। বেশিরভাগ সময়, আমার যেকোনো কাজের প্রথম দর্শক পত্রলেখা। তার প্রতিক্রিয়া আমার কাছে অনেক অর্থবহ। কারণ আমি চাই, আমি যা কিছু করেছি তাতে সে ভালো অনুভব করুক। পত্রলেখা আমার সবচেয়ে সৎ সমালোচক।”
আরো পড়ুন:
মাধুরীর জীবনে যত প্রেম!
জেন-জিদের ভাষা বোঝার চেষ্টা করি না: কাজল
পত্রলেখা নিষ্ঠুর কি না জানতে চাওয়া হলে রাজকুমার রাও বলেন, “হ্যাঁ, পত্রলেখা খুবই নিষ্ঠুর। পত্রলেখা আমাকে নির্মমভাবে বলে, ‘তুমি ভালো করেছো। কিন্তু সিনেমাও ঠিক ছিল। টাইমপাস।”
‘স্ত্রী টু’ তারকা রাজকুমার বলেন, “বেশিরভাগ সময় আমার অনুভূতি তার অনুভূতির সঙ্গে মিলে যায়। একইভাবে, আমিও তার কাজ সম্পর্কে আমার অনুভূতি সম্পর্কে খুব খোলামেলাভাবে বলি। কারণ আপনার চারপাশে খুব বাস্তব মানুষদের প্রয়োজন, অন্যথায় যদি আপনি আপনার চারপাশে ‘হ্যাঁ’ বলা মানুষকে রাখেন, তাহলে কোনো উন্নতি হবে না।”
দিবাকর বন্দ্যোপাধ্যায় নির্মিত ‘লাভ সেক্স আউর ধোঁকা’ সিনেমায় প্রথমবার রাজকুমারকে দেখেন পত্রলেখা। সিনেমায় দেখে পত্রলেখা ভেবেছিলেন, নেতিবাচক চরিত্রের এই অভিনেতা বাস্তবেও একই রকম। ২০১৩ সালে ‘সিটি লাইটস’ সিনেমার জন্য রাজকুমার রাওয়ের বিপরীতে পত্রলেখাকে ভাবা হয়। এরপর রাজকুমারের সঙ্গে দেখা করতে যান পত্রলেখা, সঙ্গে নিয়ে যান তার বড় বোনকে।
পত্রলেখা পরে অবাক হয়ে দেখেন মোটেও খারাপ মানুষ নন রাজকুমার। একেবারে অন্য এক মানুষ। উপলদ্ধি করতে পারেন, রাজকুমার ভালো অভিনয়শিল্পী। তারপর কয়েক দিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান চলে। এভাবে কখন যে প্রেমটা হয়ে যায়, তা কেউই বলতে পারেন না। সর্বশেষ ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।
২০২৫ সাল রাজকুমারের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা চলে। একদিকে যেমন ‘মালিক’ সিনেমায় অন্যরকম ভূমিকায় দেখা যাবে তাকে, তেমনই আবার চলতি বছরেই ঘোষণা হয়েছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘মহারাজ’-এর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালে নার্সারি শ্রেণিতে ভর্তি
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালে নার্সারি শ্রেণিতে ইংরেজি ভার্সনে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে, চলবে আগামী ১২ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
ভর্তি করা হবে——নার্সারি শ্রেণিতে ইংরেজি ভার্সনে।
—অনলাইনে ভর্তির আবেদন করতে হবে।
—অফলাইনে ভর্তির আবেদনের কোনো সুযোগ নেই।
আরও পড়ুনসিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে এডিবি স্কলারশিপ, আইইএলটিএসে ৭ স্কোরে আবেদন০৩ অক্টোবর ২০২৫শিক্ষার্থীর বয়স—শিক্ষার্থীর বয়স হতে হবে: ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ৪-৫ বছর হতে হবে। অর্থাৎ যাদের জন্ম ২০২১ সালে।
সাক্ষাৎকারের তারিখ—১. অভিভাবকসহ প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
২. সাক্ষাৎকারের তারিখ: ২৩ থেকে ২৭ নভেম্বর ২০২৫।
এ বছরের ৩১ ডিসেম্বরে আবেদনকারী শিক্ষার্থীর বয়স হতে হবে ৪-৫ বছর। অর্থাৎ যাদের জন্ম ২০২১, সালে তারাই আবেদন করতে পারবে