জামালপুরের সরিষাবাড়ীতে অতি দরিদ্রদের সামাজিক সুরক্ষা কর্মসূচির (ভিজিডি) কার্ডধারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার দুপুরে পৃথক তিনটি চিঠির মাধ্যমে তাঁদের বহিষ্কার করা হয়।

আরও পড়ুনভিজিডির কার্ডধারীদের কাছ থেকে বিএনপি নেতার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল২১ মে ২০২৫

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মো.

আক্তারুজ্জামান (রিপন), সাংগঠনিক সম্পাদক মো. সুজন শেখ ও যুবদলের সমবায়বিষয়ক সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান (বাবু)।

বহিষ্কারবিষয়ক তিনটি চিঠিতে একই কথা লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘দলীয় নীতি–আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পোগলদিঘা ইউনিয়ন শাখার প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হলো।’

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভিজিডি উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও গত বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে (ভাইরাল)।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ওই তিন নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িয়ে পড়লে যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

বাসচাপায় প্রাণ গেল দাদি-নাতির

বগুড়ার মহাস্থানে যাত্রীবাহী বাসচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মছিরন বিবি ও নুর আলম।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নাতি নুর আলমকে সঙ্গে নিয়ে নাতনির বাড়িতে যাচ্ছিলেন মছিরন বিবি।
মহাস্থান মাহীওয়ার ডিগ্রি কলেজ এলাকায় মহাসড়ক পারাপারের সময় বগুড়া থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এ সময় নুর আলমের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন মছিরন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
 
বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে এবং বাসটি শনাক্ত করতে কাজ চলছে।

সম্পর্কিত নিবন্ধ