জুলাই অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন থাকা শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের জানাজা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। এতে এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। শনিবার রাত সোয়া দশটার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। তিনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম এবং জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

গত বছরের ৫ আগস্ট চট্টগ্রামের টাইগার পাস এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হন মোহাম্মদ হাসান। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন হাসান। বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে সেখানেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২৫ বছর।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ল ই অভ য ত থ ন

এছাড়াও পড়ুন:

হিলিতে কাঁচা মরিচের দাম এক লাফে বাড়ল ১৩০ টাকা

দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম এক লাফে ১৩০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কৃষকের মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় দাম বেড়েছে। এদিকে, হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগে যে কাঁচা মরিচ ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, আজ তা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল খালেক বলেন, ‘‘গত সপ্তাহেও ৩০ টাকা করে কাঁচা মরিচ কিনেছি। আজ ১৬০ টাকা কেজি দরে কিনলাম।’’

আরো পড়ুন:

হাওরে কাঁচা মরিচ চাষে লোকসানের মুখে চাষিরা

কমেছে সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

রফিকুল ইসলাম নামের একজন বলেন, ‘‘বাজারে কাঁচা মরিচের ঝাঁজ অনেক বেশি। দুই কেজি প্রয়োজন হলেও হাফ কেজি নিয়েছি।’’

হিলি বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ‘‘গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কৃষকের জমিতে মরিচসহ ফুল নষ্ট হয়ে গেছে। যে কারণে বাজারে কাঁচা মরিচের আমদানি কমে গেছে। বেশি দামে কেনায় বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে দাম কমবে আশা করছি।’’

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ