জুলাই অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন থাকা শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের জানাজা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। এতে এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। শনিবার রাত সোয়া দশটার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। তিনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম এবং জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

গত বছরের ৫ আগস্ট চট্টগ্রামের টাইগার পাস এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হন মোহাম্মদ হাসান। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন হাসান। বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে সেখানেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২৫ বছর।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ল ই অভ য ত থ ন

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির নেতাকে বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার রাজশাহী নগরের ওয়ার্ড পর্যায়ের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার এই নেতাকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে দলের নীতি–আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কৃত তবিবুর রহমান ওরফে সুমনের (৪০) বাড়ি রাজশাহী নগরের পঞ্চবটী এলাকায়। তিনি রাজশাহী মহানগরের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি–আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য তবিবুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানতে চাইলে মামুন-অর-রশিদ বলেন, বহিষ্কারের ভাষা হিসেবে দলীয় শৃঙ্খলাভঙ্গের কথা বলা হয়েছে। আসলে তিনি বাঘা থানায় মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছেন। সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহীর বাঘা থানা সূত্র জানায়, গত মঙ্গলবার বাঘা পৌর এলাকায় অভিযান চালিয়ে তবিবুর রহমানকে ১০০টি ইয়াবা বড়ি, ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাঁর সঙ্গে একই এলাকার মো. সনেট নামের আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে পরের দিন আদালতে হাজির করা হয়।

সম্পর্কিত নিবন্ধ