ফিনল্যান্ডে পড়াশোনা: প্রয়োজন আইইএলটিএস-টোয়েফল, সপ্তাহে ৩০ ঘণ্টা কাজ
Published: 26th, May 2025 GMT
ফিনল্যান্ডে শিক্ষা একটি জন্মগত অধিকার ও রাষ্ট্রকর্তৃক প্রদত্ত সেবা হিসেবে বিবেচিত হয়। শিক্ষাব্যবস্থা বিশ্বমানের হওয়ায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিশেষ আগ্রহ রয়েছে ফিনল্যান্ড পড়াশোনা করার। এর নেপথ্যে রয়েছে দেশটির বিশ্বসেরা বিদ্যাপিঠ ও বহুজাতি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজের পর্যাপ্ত সুযোগ। ফিনল্যান্ডের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য ইংরেজি কোর্স রয়েছে। তবে বেশির ভাগ কোর্সই ফিনিশ কিংবা সুইডিশ ভাষায় পড়ানো হয়, বিশেষ করে স্নাতক পর্যায়ে। দেশটিতে ২০১৭ সালের আগপর্যন্ত পড়াশোনার জন্য টিউশন ফি লাগত না। এরপর ইউরোপের বাইরের দেশের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি চালু হয়েছে। দেশটিতে উচ্চশিক্ষায় আবেদন, অধ্যয়ন খরচ, স্কলারশিপসহ যাবতীয় সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক—
ফিনল্যান্ডে উচ্চশিক্ষায় আবেদনের পূর্বশর্ত কী কী—
ব্যাচেলর প্রোগ্রামের জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা, হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রয়োজন স্নাতক ডিগ্রি।
প্রাসঙ্গিক একাডেমিক বিষয়ে সম্পন্ন ক্রেডিট পয়েন্ট ইসিটিএসের (ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড অ্যাকুমুলেশন সিস্টেম) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
কোনো কোনো বিশ্ববিদ্যালয় জিম্যাট বা জিআরই স্কোর চাইতে পারে।
ইউএএস (ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স) বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্সের জন্য আলাদাভাবে দরকার হবে দুই বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা।
ডক্টরাল প্রোগ্রামগুলোর জন্য স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি গবেষণা প্রস্তাব বা প্রকাশনা থাকতে হবে।
কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আগে প্রবেশিকা পরীক্ষা, এসএটি পরীক্ষা বা অনলাইন ইন্টারভিউ নেওয়া হতে পারে।
ফিনল্যান্ডের সাধারণ ভাষা ফিনিশ বা সুইডিশ হলেও এখানে ব্যাপক হারে ইংরেজিতে যোগাযোগের প্রচলন রয়েছে। অধিকাংশ ফিনিশরাই, বিশেষ করে তরুণেরা খুব ভালো ইংরেজি বলতে পারেন। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের আলাদা করে স্থানীয় ভাষা জানার দরকার পড়ে না। ইংরেজি ভাষা দক্ষতার জন্য সাধারণত আইইএলটিএস বা টোয়েফলের ফলাফলকে বেশি মূল্যায়ন করা হয়।
আরও পড়ুনআইইএলটিএস পরীক্ষার নিবন্ধন যেভাবে করবেন১৩ আগস্ট ২০২৪চাহিদা সম্পন্ন কোর্সের তালিকা—
আলটো ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অব হেলসিঙ্কি
ইউনিভার্সিটি অব অউলু
ইউনিভার্সিটি অব তুর্কু
ল্যাপেনরান্ত ইউনিভার্সিটি অব টেকনোলজি
লুট ইউনিভার্সিটি
ট্যাম্পেরে ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অব জিভাস্কিলা
ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড
অ্যাবো একাডেমি ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অব ভাসা
বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সেরা বিষয়গুলো
কম্পিউটার সায়েন্স ও আইটি
ব্যবসায় প্রশাসন
সাসটেইনেবল ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি
রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং
আর্লি চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড কেয়ার
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
ডিজাইন ও মিডিয়া
ফিনল্যান্ডে আবেদনের উপায়
সাধারণত দুটি মৌসুমে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নেয় দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। অটাম সেমিস্টারের ভর্তি শুরু হয় আগস্ট বা সেপ্টেম্বর থেকে। স্প্রিং সেমিস্টার ভর্তি শুরু হয় জানুয়ারি-ফেব্রুয়ারিতে। উভয় ক্ষেত্রে ভর্তির সময়সীমা সাধারণত পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত থাকে। মূলত তিনটি উপায়ে বিদেশি ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারেন, তা হলো—
ইউএএসগুলোর অফিশিয়াল ওয়েবসাইটে
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে
স্টাডিইনফোর ওয়েবসাইটে
ইউনিভার্সিটিগুলো সাধারণত দুটি উপায়ে আবেদন গ্রহণ করে
যৌথ আবেদন
পৃথক আবেদন
যৌথ আবেদনে একসঙ্গে সর্বোচ্চ ছয়টি প্রোগ্রামে আবেদন করা যায়। আর পৃথক আবেদনটি হচ্ছে চিরাচরিত পদ্ধতি, যেখানে একটি প্রতিষ্ঠানে শুধু একটি প্রোগ্রামে আবেদনের সুযোগ থাকে।
ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্র
সম্পূর্ণরূপে পূরণ করা আবেদনপত্র।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিপ্লোমার প্রত্যায়িত কপি।
ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ (আইইএলটিএস বা টোয়েফল)।
পাসপোর্টের কপি।
ইউএএসে আবেদনের ক্ষেত্রে
কর্মসংস্থানের প্রমাণপত্র।
প্রবেশিকা পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থার আবেদন।
মাস্টার্স বা ডক্টরাল প্রোগ্রামের জন্য।
সিভি।
মোটিভেশন লেটার বা পার্সোনাল স্টেটমেন্ট।
রেফারেন্স লেটার (প্রযোজ্য ক্ষেত্রে)।
প্রকাশনা (ডক্টরেটের ক্ষেত্রে)।
ইংরেজি ভাষা দক্ষতা সনদ ও পাসপোর্ট ছাড়া বাকি সব নথি যদি বাংলায় হয়, তাহলে সেগুলোর অফিশিয়াল অনূদিত সংস্করণ সংযুক্ত করতে হবে।
ফাইল ছবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট ইউন ভ র স ট ব শ বব দ য শ বব দ য ল স ধ রণত র জন য পর ক ষ ব যবস
এছাড়াও পড়ুন:
ইতালির বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ
ইতালির অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিলান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ডিএসইউ স্কলারশিপ ২০২৫–২৬–এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।
আইইএলটিএস ছাড়াই ভর্তি ও স্কলারশিপএই স্কলারশিপের অন্যতম বড় সুবিধা হলো আইইএলটিএস বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা কেবল ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র দিয়ে ভর্তি ও স্কলারশিপ উভয়ই নিশ্চিত করতে পারবেন।
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমবিএ স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত০৫ আগস্ট ২০২৫যেসব বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবেইউনিভার্সিটি অব মিলান বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে—
স্কুল অব এক্সারসাইজ অ্যান্ড স্পোর্ট সায়েন্সেস
মেডিসিন অনুষদ
ভেটেরিনারি মেডিসিন অনুষদ
সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ
আইন অনুষদ
স্কুল অব ল্যাঙ্গুয়েজ মেডিয়েশন অ্যান্ড ইন্টারকালচারাল কমিউনিকেশন
হিউম্যানিটিজ অনুষদ
রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
ইঞ্জিনিয়ারিং
কম্পিউটারবিজ্ঞান
ফার্মেসি অনুষদ
কৃষি ও খাদ্যবিজ্ঞান অনুষদ
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকাছবি: প্রথম আলো ফাইল ছবি