প্রজাতন্ত্রের কর্মচারীরা প্রজাতন্ত্রের নিয়মকানুন মেনে চলবেন: প্রেস সচিব শফিকুল আলম
Published: 27th, May 2025 GMT
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তাঁরা মনে করেন প্রজাতন্ত্রের কর্মচারীরা প্রজাতন্ত্রের নিয়মকানুন মেনে চলবেন। ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, সচিবালয়ে কয়েক দিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করছেন। সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে সংস্কারের পদক্ষেপ নিচ্ছে, এর বিরুদ্ধে তাঁরা অবস্থান নিয়েছেন। এ বিষয়ে সরকারের অবস্থান কী?
জবাবে শফিকুল আলম বলেন, ‘আমাদের (সরকার) অবস্থান স্পষ্ট। যদি আপনার গ্রিভেন্স (অসন্তোষ) থাকে, সেটার জন্য আমাদের সচিবেরা আছেন, সচিবদের একটা ছোট কমিটিও আছে, তাঁদের বলতে পারেন এটা। আমরা মনে করি, প্রজাতন্ত্রের যাঁরা কর্মচারী, তাঁরা প্রজাতন্ত্রের নিয়মকানুন মেনে চলবেন।’
আরেকজন সাংবাদিক বলেন, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির বাসভবন এবং সচিবালয়ের সড়কগুলোয় সভা, বিক্ষোভ নিষিদ্ধ। কিন্তু মঙ্গলবারও সচিবালয়ের সামনে গিয়ে সচিবদের বা ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবিতে আন্দোলন করেছে। সেখানেও পুলিশ কোনো ধরনের বাধা দেয়নি। কারও বিষয়ে সরকার এ রকম সহনশীলতা কেন দেখায় যে নিষিদ্ধ জায়গায় আইন ভঙ্গ করে বিক্ষোভ হলেও তা ঠেকানোর পদক্ষেপ দেখা যায় না?
জবাবে শফিকুল আলম বলেন, ‘আমরা আশা করব, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আইনকে নিজের হাতে তুলে নেবেন না। আমরা মনে করি, যেকোনো বিষয়েই আপনার যদি গ্রিভেন্স থাকে, সুনির্দিষ্ট (সরকারের) অফিশিয়াল বা এজেন্সির কাছে আপনারা জানাতে পারেন।’
জামায়াত নেতা আজহারুলে খালাস প্রসঙ্গসংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বলেন, আজকে একটি বড় রায় হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। গণমাধ্যম মারফত জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতি দেখা করেছেন। অনেকেই বলার চেষ্টা করছেন যে এখানেও সরকার একটি গোষ্ঠীর কাছে বা কারও কাছে নতি স্বীকার করেছে। এ ধরনের কোনো কিছু ঘটেছে কি না? সেই সাংবাদিক আরও বলেন, রাষ্ট্রপক্ষে যিনি ছিলেন, তাঁর বিষয়েও জানা গেছে তিনি জামায়াতের একজন নেতার সন্তান। এই বিষয়গুলো নিয়ে সরকার আসলে কী ভাবে?
জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আদালতের বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। এটা আদালতের এখতিয়ার।
শফিকুল আলম আরও বলেন, প্রধান বিচারপতি দু-তিন দিন আগে এসেছিলেন। কয়েক দিন আগে তিনি দক্ষিণ আফ্রিকা সফর করেছেন। দক্ষিণ আফ্রিকায় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, ট্রানজিশনাল জাস্টিস—এসব বিষয় আছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে কথা বলতে তিনি এসেছিলেন। এর বাইরে কিছু না।
বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলনসংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী ১ জুন দিনব্যাপী ‘চায়না-বাংলাদেশ কনফারেন্স অব ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড শো’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে চীনের প্রায় ১০০ প্রতিষ্ঠান এবং ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন। চীনের চারটি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। দেশে এই প্রথম এত বিপুলসংখ্যক চীনের বিনিয়োগকারী ও ব্যবসায়ী আসছেন।
গত এপ্রিল মাসে দেশে যে বিনিয়োগ সম্মেলন হয়েছিল, তার ধারাবাহিকতায় এটি হচ্ছে বলেও জানান আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের বাণিজ্যমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫