টানা দুই বছর সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়ার পর তৃতীয় দফায় ইতিহাসভিত্তিক কথাসাহিত্যের জন্য এবারের ওয়াল্টার স্কট পুরস্কার জিতলেন অ্যান্ড্রু মিলার। সেবাস্তিয়ান ব্যারি, রবার্ট হ্যারিস, আন্দ্রেয়া লেভি, হিলারি ম্যান্টেলের মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় লেখকের নামের তালিকায় যুক্ত হলেন মিলারও। মেলরোজে বর্ডারস বুক ফেস্টিভ্যালে এ সম্মানজনক ব্রিটিশ সাহিত্য পুরস্কার বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ী পান ২৫ হাজার পাউন্ড। স্যার ওয়াল্টারের প্রপৌত্র ম্যাথু ম্যাক্সওয়েল স্কট বিজয়ীকে পুরস্কার তুলে দেন।
৬০ বছরের বেশি সময় ঘিরে প্রতিষ্ঠিত এই ইতিহাসভিত্তিক উপন্যাসের প্লট। ১৯৬২ থেকে ১৯৬৩ সালের মধ্যে দীর্ঘ, তীব্র শীতকালে একটি প্রত্যন্ত ইংরেজ সম্প্রদায়ের জীবন-জীবিকার গল্প ‘দ্য ল্যান্ড ইন উইন্টার’। একই সঙ্গে লেখক কেভিন ব্যারির ‘দ্য হার্ট ইন উইন্টার’, আংঘারাড হ্যাম্পশায়ারের ‘দ্য মেয়ার’, ফ্রান্সেসকা কে-এর ‘দ্য বুক অব ডেজ’, ফেরদিয়া লেননের ‘গ্লোরিয়াস এক্সপ্লয়েটস’ এবং ইয়েল ভ্যান ডের ওউডেনের ‘দ্য সেফকিপ’ এগিয়ে ছিল সংক্ষিপ্ত তালিকায়। বিচারক প্যানেলের প্রধান কেটি গ্রান্টে বলেছেন, “একজন সত্যিকারের দক্ষ কারিগর; অ্যান্ড্রু মিলার ছোট ছোট বিবরণের সূক্ষ্ম ক্যানভাসে বড় থিমগুলো এঁকেছেন। বিরল ও সূক্ষ্ম দক্ষতার সঙ্গে ‘দ্য ল্যান্ড ইন উইন্টার’ বিল এবং রিতা, এরিক ও আইরিনের জীবনকে এমনভাবে উপস্থাপন করেছেন– যা প্রতিটি পাঠকের কাছে আলাদা লয় তৈরি করবে এবং পুনর্পঠনে আবার ভিন্নভাবে সুর তুলবে। ১৯৬২-৬৩ সালের শীতকালীন তুষারের মতো মৃদুভাবে গদ্যের তালে উপন্যাসটি স্থাপন করেছেন। ওয়াল্টার স্কট পুরস্কারের জন্য অ্যান্ড্রু মিলার সমসাময়িক লেখকদের মধ্যে সমৃদ্ধ স্থান দখল করতে সক্ষম হয়েছেন।”
মিসেস গ্র্যান্টের সঙ্গে এই বছরের বিচারক প্যানেলে ছিলেন শিল্প ইতিহাসবিদ জেমস হলোওয়ে, শিশুসাহিত্যিক এলিজাবেথ লেয়ার্ড, সম্প্রচারক জেমস নটি, লেখক ও চলচ্চিত্র নির্মাতা সায়রা শাহ, আগের তরুণ ওয়াল্টার স্কট পুরস্কার বিজয়ী রোজি বায়ার্ড-জোন্স এবং দ্য মেইন স্ট্রিট ট্রেডিং কোম্পানির সহপ্রতিষ্ঠাতা রোসামুন্ড দে লা হে। ব্রিস্টলে জন্মগ্রহণকারী লেখক বলেছেন, ‘আমার উপন্যাসগুলোর চরিত্র একটি তুষারঝড় থেকে ধীরে ধীরে বেরিয়ে এসেছিল। আমি আমার মা-বাবা এবং তাদের পরিচিত কিছু মানুষের প্রাথমিক বিবাহিত জীবনের ওপর বেশ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। যাদের সবাই অনেক আগেই মারা গেছেন। বয়স বাড়ার কয়েকটি সুবিধার মধ্যে একটি হলো যে আপনার নিজের অতীত একটি ঐতিহাসিক উপন্যাসের উপাদান হয়ে ওঠে।’ v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫