বন্দরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
Published: 18th, June 2025 GMT
বন্দরে নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
নিহত গৃহবধূর নাম সানজিদা আক্তার স্মৃতি (১৭)। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী সিফাত। মঙ্গলবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আরিফ পাঠান জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ গ হবধ
এছাড়াও পড়ুন:
জাকের আলী কাল খেলবেন, যদি...
বাঁ ঊরুর মাংসপেশির চোটের জন্য ক্যান্ডিতে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি জাকের আলী। তবে কাল ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারেন, যদি টিম ম্যানেজমেন্ট তাঁকে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলায়।
ঊরুতে জাকের চোট পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। প্রথম টেস্টে সুযোগ পেয়ে রান পাননি, খেলেনি দ্বিতীয় টেস্টে। পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় ৫ জুলাই ক্যান্ডির প্রথম টি-টোয়েন্টিতেও তিনি থাকেন দলের বাইরে।
আরও পড়ুনবাবা চেয়েছিলেন পুলিশ বানাতে, তানভীর এখন ক্রিকেটের স্বপ্নের দুনিয়ায়২১ মিনিট আগেবাংলাদেশ দলের একটি সূত্র গতকাল রাতে জানিয়েছে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাকের খেললেও চোট পুরোপুরি কাটিয়ে না ওঠায় উইকেটকিপিং ছাড়া অন্য কোনো ফিল্ডিং পজিশনে ফিল্ডিং করতে পারবেন না। ঊরুর চোট পুরোপুরি না সারায় দলের ফিজিও, ডাক্তারদেরই এই পরামর্শ। তবে ব্যাটসম্যানের পাশাপাশি উইকেটকিপার হিসেবে তিনি খেলতে পারবেন। এখন প্রশ্ন, আগামীকালের ম্যাচে জাকেরকে টিম ম্যানেজমেন্ট উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলাবে কি না।
জাকেরকে নিয়ে সিদ্ধান্ত হবে আজ