বন্দরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
Published: 18th, June 2025 GMT
বন্দরে নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
নিহত গৃহবধূর নাম সানজিদা আক্তার স্মৃতি (১৭)। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী সিফাত। মঙ্গলবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আরিফ পাঠান জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ গ হবধ
এছাড়াও পড়ুন:
বাঘাইছড়িতে পাহাড়ধসে সড়কে যান চলাচল বন্ধ
টানা বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের একাধিক স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। ফলে, বাঘাইছড়ি উপজেলার সঙ্গে অন্যান্য জেলা-উপজেলার সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকালে খবর পেয়ে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করতে কাজ করছেন।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেছেন, মারিশ্যা-দিঘিনালা সড়কের ৯ ও ১৪ কিলো এলাকায় দুই জায়গায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়েছে। খবর পেয়ে সড়ক বিভাগের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করতে কাজ শুরু করেছেন। পানির কারণে মাটি সরানোর ইকুইমেন্টগুলো পৌঁছতে একটু সময় লেগেছে। আশা করছি, দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
আরো পড়ুন:
ফিরছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা
ভারী বৃষ্টিতে পাহাড়ধস, সাজেকে আটকা চার শতাধিক পর্যটক
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আখতার বলেছেন, মাটি সরানোর কাজে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ কাজ করছে। দ্রুতই এ সড়কে যান চলাচল শুরু হবে।
ঢাকা/শংকর/রফিক