পেটের সমস্যায় ক্লাব বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি কিলিয়ান এমবাপ্পের। তবে শেষ ষোলোতে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে তার অভিষেকের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। দলটির কোচ জাবি আলোনসো ম্যাচের আগে এমনই ইঙ্গিত দিয়েছেন।
২৬ বছর বয়সী এমবাপ্পে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেও দুর্দান্ত পারফর্ম করে 'এইচ' গ্রুপের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ আলোনসো জানিয়েছেন, ফরাসি তারকা এখন অনেকটাই সেরে উঠেছেন।
আলোনসো বলেন, ‘কিলিয়ান এখন অনেক ভালো আছে। প্রতিদিন ওর সঙ্গে কথা হচ্ছে। ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার ক্লাব বিশ্বকাপ অভিষেকের সম্ভাবনা অনেক বেশি।’
সম্প্রতি কার্লো আনচেলত্তির বিদায়ের পর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। রিয়াল, লিভারপুল এবং বায়ার্ন মিউনিখের সাবেক এই মিডফিল্ডার রিয়ালে কোচ হিসেবে কাজ করছেন মাত্র এক মাসেরও কম সময় ধরে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে তার চোখে এটা এক বড় পরীক্ষা।
আলোনসো বলেন, ‘আমার মূল কাজ শুরু হচ্ছে এখন। মঙ্গলবারের ম্যাচ আমাদের জন্য অনেক বড় কিছু, যদিও একই সঙ্গে এটিই সবকিছু নয়। গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প ক ল য় ন এমব প প
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে