পেটের সমস্যায় ক্লাব বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি কিলিয়ান এমবাপ্পের। তবে শেষ ষোলোতে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে তার অভিষেকের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। দলটির কোচ জাবি আলোনসো ম্যাচের আগে এমনই ইঙ্গিত দিয়েছেন।

২৬ বছর বয়সী এমবাপ্পে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেও দুর্দান্ত পারফর্ম করে 'এইচ' গ্রুপের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ আলোনসো জানিয়েছেন, ফরাসি তারকা এখন অনেকটাই সেরে উঠেছেন।

আলোনসো বলেন, ‘কিলিয়ান এখন অনেক ভালো আছে। প্রতিদিন ওর সঙ্গে কথা হচ্ছে। ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার ক্লাব বিশ্বকাপ অভিষেকের সম্ভাবনা অনেক বেশি।’

সম্প্রতি কার্লো আনচেলত্তির বিদায়ের পর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। রিয়াল, লিভারপুল এবং বায়ার্ন মিউনিখের সাবেক এই মিডফিল্ডার রিয়ালে কোচ হিসেবে কাজ করছেন মাত্র এক মাসেরও কম সময় ধরে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে তার চোখে এটা এক বড় পরীক্ষা।

আলোনসো বলেন, ‘আমার মূল কাজ শুরু হচ্ছে এখন। মঙ্গলবারের ম্যাচ আমাদের জন্য অনেক বড় কিছু, যদিও একই সঙ্গে এটিই সবকিছু নয়। গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প ক ল য় ন এমব প প

এছাড়াও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধে হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই রায় ঘোষণা করেন।

সম্পর্কিত নিবন্ধ