পেটের সমস্যায় ক্লাব বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি কিলিয়ান এমবাপ্পের। তবে শেষ ষোলোতে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে তার অভিষেকের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। দলটির কোচ জাবি আলোনসো ম্যাচের আগে এমনই ইঙ্গিত দিয়েছেন।

২৬ বছর বয়সী এমবাপ্পে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেও দুর্দান্ত পারফর্ম করে 'এইচ' গ্রুপের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ আলোনসো জানিয়েছেন, ফরাসি তারকা এখন অনেকটাই সেরে উঠেছেন।

আলোনসো বলেন, ‘কিলিয়ান এখন অনেক ভালো আছে। প্রতিদিন ওর সঙ্গে কথা হচ্ছে। ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার ক্লাব বিশ্বকাপ অভিষেকের সম্ভাবনা অনেক বেশি।’

সম্প্রতি কার্লো আনচেলত্তির বিদায়ের পর কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। রিয়াল, লিভারপুল এবং বায়ার্ন মিউনিখের সাবেক এই মিডফিল্ডার রিয়ালে কোচ হিসেবে কাজ করছেন মাত্র এক মাসেরও কম সময় ধরে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে তার চোখে এটা এক বড় পরীক্ষা।

আলোনসো বলেন, ‘আমার মূল কাজ শুরু হচ্ছে এখন। মঙ্গলবারের ম্যাচ আমাদের জন্য অনেক বড় কিছু, যদিও একই সঙ্গে এটিই সবকিছু নয়। গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প ক ল য় ন এমব প প

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এতে সই করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর্মকর্তা জাকির হোসেন ২১ ও ২৮ জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি। অথচ এর আগে ১৮ জুন ২০২৫ তারিখে এনবিআরের এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি সে নির্দেশ অমান্য করায় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

সরকার পরিবর্তন, আন্দোলন, বিক্ষোভ, গণঅভ্যুত্থান, দুর্ভিক্ষ, করোনা মহামারিসহ সব সংকটে দেশের ৯০ শতাংশ আমদানি-রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম কাস্টমস হাউস কোনোদিন বন্ধ হয়নি। তবে শনিবার চট্টগ্রাম কাস্টমস হাউস কমিশনার জাকির হোসেন কাস্টমস হাউসের সব কর্মকর্তা-কর্মচারীকে ঢাকায় এনবিআরের চলমান আন্দোলনে পাঠিয়ে দেন। তিনি নিজেও চট্টগ্রাম কাস্টমস হাউসের সব কার্যক্রম বন্ধ করে ঢাকায় আন্দোলনে অংশ নেন বলে এনবিআর সূত্রে জানা যায়। 

এনবিআরের সংস্কারের অংশ হিসেবে সংস্থাটিকে দুই ভাগ করার বিরুদ্ধে অবস্থান নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গত দুই মাসব্যাপী আন্দোলন অব্যাহত রাখে। এই সময়ে তারা কলমবিরতি ও অবস্থান কর্মসূচি এমনকি শাটডাউনের মতো কর্মসূচিতে চলে যান। সর্বশেষ সরকার হার্ডলাইনে গেলে রোববার রাতে তারা সব কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয়। 

সম্পর্কিত নিবন্ধ