ইউরোপজুড়ে কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। মহাদেশটির দক্ষিণাঞ্চলে গরম ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। জার্মানিতে রেকর্ড তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ইতালি, স্পেন ও গ্রিসের পরিস্থিতি আরও ভয়াবহ। দক্ষিণ ইউরোপের কিছু অঞ্চলে রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না।

প্রচন্ড গরমে সতর্কতা হিসেবে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। জার্মানি বিভিন্ন শহরে কয়েকদিন ধরে রাস্তাঘাটে লোকজন কম দেখা যাচ্ছে। অনেক স্কুল বন্ধ বা তাড়াতাড়ি ছুটি দেওয়া হচ্ছে। শীতল অনুভূতি পেতে জলাশয়ের ধারে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। অনেক অঞ্চলে তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে এবং তা রেডিও–টেলিভিশনে প্রচার করা হচ্ছে।

জার্মান আবহাওয়া সংস্থার একজন বিশেষজ্ঞের মতে, তীব্র তাপপ্রবাহের পেছনে একাধিক কারণ রয়েছে। বুধবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। জার্মান আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ মার্কো মানিত্তা সংবাদমাধ্যম ডের স্পিগেলকে জানিয়েছেন, ‘এই সময়ে, অর্থাৎ জুলাইয়ের শুরুতে, এমন তাপপ্রবাহ আগেও হয়েছে। তবে এবারের তাপমাত্রাটা অস্বাভাবিকভাবে তীব্র।’

অস্বাভাবিক তাপমাত্রার একাধিক কারণের মধ্যে রয়েছে—বায়ুমণ্ডলের ওপরের অংশে একটি শক্তিশালী উচ্চচাপ বিরাজ করছে; সূর্যকিরণ অনেক বেশি সময় ধরে থাকছে; সূর্যের অবস্থান অনেক উঁচুতে থাকার কারণে দিনের আলোও দীর্ঘ হচ্ছে; দীর্ঘ সময় ধরে দিন থাকার কারণে ভূপৃষ্ঠ যত তাপ গ্রহণ করছে, তার চেয়ে কম তাপ বিকিরণ করছে।

মার্কো মানিত্তা বলেন, এই সবকটি উপাদান একসঙ্গে মিলে তাপপ্রবাহ সৃষ্টি করছে। একে ‘হিট কাপ’ বা ‘হিট ডোম’ বলা হয়। এতে মেঘ গঠনের সুযোগ কমে যায় এবং সূর্য সরাসরি মাটিতে তাপ ছড়ায়। একই সঙ্গে বায়ুচাপ গরম বাতাসকে নিচে ঠেলে দেয়, ফলে বাতাস আরও গরম হয় এবং গরম বাড়ে। এই ‘হিট কাপ’ অনেকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এর বিপরীতে, যেসব উপাদান ঠান্ডা প্রভাব ফেলতে পারে—যেমন সাহারা মরুভূমির ধুলাবালু, ভেজা বা আর্দ্র মাটি, ঠান্ডা পানির উৎস, এগুলো এখন কমে গেছে।

জার্মান আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুসারে, এই সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে। জার্মানিতে স্থানভেদে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বর্তমানে জার্মান জুড়ে তাপমাত্রা রয়েছে ৩৪ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার হতে পারে এবারের গ্রীষ্মের সবচেয়ে গরম দিন। তবে ভালো খবর হলো বৃহস্পতিবার থেকে গরম কিছুটা কমবে।

ইতালির ‘কারোন্তে’ নামের উচ্চচাপ অঞ্চল দেশটিতে বহুদিন ধরে প্রচণ্ড গরমের সৃষ্টি করছে। রোম, ফ্লোরেন্স, বোলোনিয়া ও পেরুজিয়ায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ১৭টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। পুগলিয়া, বেসিলিকাতা ও সিসিলিতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর সম্ভাবনা রয়েছে। সেখানে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টার পর্যন্ত কৃষি ও নির্মাণকাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আফ্রিকা থেকে আসা গরম বাতাস স্পেনে গ্রীষ্মের প্রথম তীব্র তাপপ্রবাহ বয়ে এনেছে। সেভিয়া, সারাগোসা ও অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটিতে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। মায়োর্কায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হলেও উচ্চ আর্দ্রতার কারণে আরও বেশি গরম অনুভূত হচ্ছে।

গ্রিসে কোথাও কোথাও তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর পূর্বাভাস পাওয়া গেছে। দেশটিতে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব প্রত্নতাত্ত্বিক স্থান বন্ধ রাখা হয়েছে। অনেক এলাকায় রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। তবে গ্রীসের ক্রেট ও এজিয়ান দ্বীপপুঞ্জে সমুদ্রের বাতাসের কারণে কিছুটা ঠান্ডা পরিবেশ রয়েছে। সেখানে তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স লস য় স র ৪০ ড গ র

এছাড়াও পড়ুন:

রুনা লায়লার জন্মদিন: সংগীতজীবনের বর্ণময় ৬ দশকের উদ্‌যাপন

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। সোমবার (১৭ নভেম্বর) ৭৩ বছর পূর্ণ করলেন। একইসঙ্গে পূর্ণ করলেন তার গৌরবময় সংগীত-জীবনের ৬০ বছর। উপমহাদেশের তিন দেশ—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সমানতালে গান গেয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন রুনা লায়লা। ১৮টি ভাষায় তার গাওয়া গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি। ফলে তিনি যে উপমহাদেশের শীর্ষ সংগীতশিল্পীদের একজন—এ কথা বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশের বাংলা গানকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার পেছনে তার অবদান অনন্য। দেশ-বিদেশ থেকে প্রাপ্ত অগণিত স্বীকৃতির মাঝে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’ তার অর্জনকে আরো মহিমান্বিত করেছে।

আরো পড়ুন:

কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি

চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি

ভক্তদের কাছে রুনা লায়লার এবারের জন্মদিনটি বিশেষ। কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের শেষ গানটি প্রকাশ পেয়েছে তার গাওয়া জনপ্রিয় সুফি কাওয়ালি ‘দামা দম মাস্ত কালান্দার’ দিয়ে—যে গানটি বহু বছর আগে তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছিল।

তবে জন্মদিন নিয়ে শিল্পীর বিশেষ কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, পরিবারকে সময় দিয়েই কাটাবেন দিনটি। ঘরোয়া পরিবেশেই উদ্‌যাপিত হবে জন্মদিন।

১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। সংগীতজীবনের শুরু ষাটের দশকের শেষ দিকে পাকিস্তানের চলচ্চিত্র শিল্পে। শিল্পী আহমেদ রুশদির গায়কিতে অনুপ্রাণিত হয়ে সংগীতাঙ্গনে পথচলা শুরু করা এই কণ্ঠশিল্পী দ্রুতই উর্দুভাষী শ্রোতাদের মন জয় করে নেন। ‘উনকি নজরোঁ সে মোহাব্বত কা জো পয়গাম মিলা’—এর মতো গান তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

এরপর ভারতেও ছড়িয়ে পড়ে তার কণ্ঠের জাদু। ‘ও মেরা বাবু ছৈল ছাবিলা’ তাকে পরিচিত করে তোলে সাদাকালো যুগেই। পরে সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর সঙ্গে ‘ডিস্কো দিওয়ানে’ (১৯৮২) অ্যালবাম তাকে বিশ্বব্যাপী নতুন আরেক পরিচিতির শিখরে পৌঁছে দেয়। 

যদিও তিন দেশে সাফল্য পেয়েছেন, রুনা লায়লার সংগীতজীবনের মূল ভিত্তি ছিল বাংলাদেশ। ‘দ্য রেইন’ (১৯৭৬), ‘জাদুর বাঁশি’ (১৯৭৭), ‘অ্যাক্সিডেন্ট’ (১৯৮৯), ‘অন্তরে অন্তরে’ (১৯৯৪)—সহ মোট সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন। ‘সাধের লাউ বানাইলা মোরে বৈরাগী’, ‘বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম’—এর মতো বাংলা লোকগান তার কণ্ঠে নতুন প্রাণ পেয়েছে। 

দীর্ঘ ও সফল এই যাত্রায় মায়ের অবদান সবচেয়ে বেশি—এ কথা প্রায়ই উল্লেখ করেন রুনা লায়লা। তিনি বলেন, “মা আমাকে প্রচণ্ড সহযোগিতা করেছেন। ছোটবেলায় গান গাইতে গেলে মা সবসময় সঙ্গে যেতেন।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ