বর্ষায় ত্বকের যত্নে ঘরোয়া যেসব উপায় মানতে পারেন
Published: 8th, July 2025 GMT
বর্ষা কিংবা শীত সব ঋতুতে ত্বকের যত্নের প্রথম শর্ত হলো ত্বক পরিষ্কার রাখা। ত্বক পরিষ্কার করতে ঘরোয়া উপাদান ব্যবহার করা ভালো। বিশেষ করে তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া উপাদান করলে ব্রণের সমস্যা কিংবা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সহজ হয়। বর্ষায় সব ধরণের ত্বক ভালো রাখার জন্য দিন অন্তত তিন বার ত্বক পরিষ্কার করতে পারেন। ত্বক ভালোভাবে পরিষ্কার করার জন্য সপ্তাহে এক বা দুইবার ক্লিনজার ব্যবহার করতে পারেন। ঘরোয়া উপায়ে ক্লিনজার বানানোর উপায় জেনে নিন।
তৈলাক্ত ত্বকের জন্য
১ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ মুসুর ডাল এবং ১ চা-চামচ মেথি গুঁড়ো মিশেয়ে এই ক্লিনজার বানিয়ে নেওয়া যায়। মিশ্রণটি সংরক্ষণ করা যায়। কাচের বোতলে রেখে দিতে পারেন। মুখে ব্যবহারের আগে এতে গোলাপজল মিশিয়ে নেবেন। মিশ্রণটি মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে তারপর পরিষ্কার পানিতে ত্বক ধুয়ে ফেলতে হবে।
র্যাশ দূর করার জন্য
যাদের ত্বকে র্যাশ হওয়ার প্রবণতা আছে তারা টক দই এবং চন্দনের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে পারেন। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলতে হবে। দই না থাকলে শুধু চন্দন বাটা মেখেও মুখ ধুয়ে ফেলতে পারেন।
আরো পড়ুন:
বিড়াল দত্তক নিলে মিলবে ফ্ল্যাট
চা দিয়ে চুলের যত্ন নেবেন যেভাবে
ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য
ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে পাতিলেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন।
উল্লেখ্য, ত্বক ভালো রাখার প্রথম শর্ত হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। প্রসাধনী ব্যবহার করার ক্ষেত্রে জেল বেসড প্রসাধনীকে প্রাধান্য দিতে পারেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর যত ন পর ষ ক র ব যবহ র ত বক র র ত বক র জন য র যত ন
এছাড়াও পড়ুন:
তাসকিনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজ ১-১ সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ, বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে।
আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৭ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন তাসকিন।
আরেকটি পরিবর্তন করতে হওয়ার শঙ্কা ছিল। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পুরোপুরি ফিট হয়ে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত ম্যাচের আগে ফিটনেস টেস্ট পার হয়েই একাদশে ঢুকেছেন শান্ত। শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।