কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২
Published: 8th, July 2025 GMT
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কে এম হাসানুর রহমান সাবাব (২১) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরো দুই শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে হিমছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
কে এম হাসানুর রহমান সাবাব ঢাকার পল্লবী দক্ষিণ এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—বগুড়া সদরের দক্ষিণ সনসনিয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান এবং দক্ষিণ নারুলি এলাকার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থী।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেছেন, “মঙ্গলবার সকালে পাঁচ বন্ধু কক্সবাজারে ঘুরতে এসে হিমছড়ি সৈকতে যান। তাদের মধ্যে দুজন বাঁধের ওপর বসে ছিলেন। বাকি তিনজন সমুদ্রে গোসলে নামেন। হঠাৎ ঢেউয়ের তোড়ে তিনজনই ভেসে যান। পরে কে এম হাসানুর রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন এখনো নিখোঁজ আছেন।”
তিনি জানান, বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কারণে সমুদ্র ছিল উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।
ঢাকা/তারেকুর/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। গতকাল সোমবার মে ও জুন মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এরপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
জানা যায়, আজ মঙ্গলবার মে ও জুন মাসের বকেয়া ২০১ কোটি ডলার আকুকে পরিশোধ করা হয়। এরপর রিজার্ভ কমে হয় ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। আর আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি (বিপিএম৬) অনুয়ায়ী রিজার্ভ ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
এর আগে ২ জুলাই রিজার্ভ ছিল ৩১ দশমিক ৭১ বিলিয়ন ডলার। বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।
আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
আকুর সদস্যদেশগুলোর মধ্যে ভারত তার পরিশোধিত অর্থের তুলনায় অন্য দেশগুলো থেকে বেশি পরিমাণে ডলার আয় করে। অন্যদিকে বেশির ভাগ দেশকেই আয়ের তুলনায় আমদানি ব্যয় হিসেবে অতিরিক্ত ডলার খরচ করতে হয়। ব্যাংকগুলো আমদানির খরচ নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়। এই অর্থ রিজার্ভে যোগ হয়। তবে ওই দায় দুই মাস পরপর রিজার্ভ থেকে পরিশোধ করা হয়।