বাংলাদেশের জন্য এমন অভিজ্ঞতা কম। গত ১০ বছরে তিন ম্যাচ সিরিজে প্রথমটিতে হারের পর বাংলাদেশ সিরিজ জিতেছে মাত্র ১টি। সেটিও ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে সংখ্যাটা এক থেকে দুইয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশ দলের সামনে। তাই আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে পাল্লেকেলেতে এ ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। বিকেলে পাল্লেকেলেতে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র। তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, তবে বাস্তবে অনুভূত হবে ৩৫ ডিগ্রি। এদিন আকাশে ৭০ শতাংশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে।

পাল্লেকেলেতে অনুষ্ঠিত সর্বশেষ ৫টি ওয়ানডেতেও বৃষ্টি বড় প্রভাব ফেলেছে। এর মধ্যে গত নভেম্বরে সর্বশেষ শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। সে সিরিজেই দ্বিতীয় ওয়ানডে ম্যাচও পাল্লেকেলেতে হয়েছিল এবং বৃষ্টির কারণে সে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়।

এর আগে গত অক্টোবরে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে। পাল্লেকেল্লেতে অনুষ্ঠিত সেই সিরিজের তিন ম্যাচেই বৃষ্টির কারণে ওভার কমাতে হয়।

পাল্লেকেলেতে ব্যাট ও বলের মধ্যে লড়াইটা বেশ ভালোই জমে। ওয়ানডেতে প্রথম ইনিংসে গড় স্কোর ২৪২। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রান তাড়া করা দলগুলো এখানে তুলনামূলক বেশি সফল। মানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়ে ওঠে।

আজ বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন। শেষ পর্যন্ত তিনি না খেলতে পারলে দলে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈমকে। এ ছাড়া পরিবর্তন হওয়ার কথা আর একটাই—পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরবেন তাসকিন আহমেদ। তিন ম্যাচের এই সিরিজে আপাতত ১–১ সমতায় দুই দল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। গতকাল সোমবার মে ও জুন মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এরপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

জানা যায়, আজ মঙ্গলবার মে ও জুন মাসের বকেয়া ২০১ কোটি ডলার আকুকে পরিশোধ করা হয়। এরপর রিজার্ভ কমে হয় ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। আর আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি (বিপিএম৬) অনুয়ায়ী রিজার্ভ ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

এর আগে ২ জুলাই রিজার্ভ ছিল ৩১ দশমিক ৭১ বিলিয়ন ডলার। বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

আকুর সদস্যদেশগুলোর মধ্যে ভারত তার পরিশোধিত অর্থের তুলনায় অন্য দেশগুলো থেকে বেশি পরিমাণে ডলার আয় করে। অন্যদিকে বেশির ভাগ দেশকেই আয়ের তুলনায় আমদানি ব্যয় হিসেবে অতিরিক্ত ডলার খরচ করতে হয়। ব্যাংকগুলো আমদানির খরচ নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়। এই অর্থ রিজার্ভে যোগ হয়। তবে ওই দায় দুই মাস পরপর রিজার্ভ থেকে পরিশোধ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ