বাংলাদেশের সিরিজ জয়ের লড়াইয়ে বৃষ্টির চোখরাঙানি
Published: 8th, July 2025 GMT
বাংলাদেশের জন্য এমন অভিজ্ঞতা কম। গত ১০ বছরে তিন ম্যাচ সিরিজে প্রথমটিতে হারের পর বাংলাদেশ সিরিজ জিতেছে মাত্র ১টি। সেটিও ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে সংখ্যাটা এক থেকে দুইয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশ দলের সামনে। তাই আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে পাল্লেকেলেতে এ ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। বিকেলে পাল্লেকেলেতে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র। তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, তবে বাস্তবে অনুভূত হবে ৩৫ ডিগ্রি। এদিন আকাশে ৭০ শতাংশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে।
পাল্লেকেলেতে অনুষ্ঠিত সর্বশেষ ৫টি ওয়ানডেতেও বৃষ্টি বড় প্রভাব ফেলেছে। এর মধ্যে গত নভেম্বরে সর্বশেষ শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। সে সিরিজেই দ্বিতীয় ওয়ানডে ম্যাচও পাল্লেকেলেতে হয়েছিল এবং বৃষ্টির কারণে সে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়।
এর আগে গত অক্টোবরে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে। পাল্লেকেল্লেতে অনুষ্ঠিত সেই সিরিজের তিন ম্যাচেই বৃষ্টির কারণে ওভার কমাতে হয়।
পাল্লেকেলেতে ব্যাট ও বলের মধ্যে লড়াইটা বেশ ভালোই জমে। ওয়ানডেতে প্রথম ইনিংসে গড় স্কোর ২৪২। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রান তাড়া করা দলগুলো এখানে তুলনামূলক বেশি সফল। মানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়ে ওঠে।
আজ বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন। শেষ পর্যন্ত তিনি না খেলতে পারলে দলে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈমকে। এ ছাড়া পরিবর্তন হওয়ার কথা আর একটাই—পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরবেন তাসকিন আহমেদ। তিন ম্যাচের এই সিরিজে আপাতত ১–১ সমতায় দুই দল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্ত্রী ও প্রেমিক মিলে হত্যা করে জহুরুলকে: পুলিশ
পরকীয়ার কারণে স্ত্রী শামীমা বেগম এবং তার প্রেমিক বিপুল হোসেন বগুড়ার বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪৫) কে হত্যা করে বলে জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর।
হত্যায় জড়িত শামীমা বেগম ও বিপুল হোসেনকে গ্রেপ্তার এবং হত্যার রহস্য উদঘাটনের পর বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিষযটি সাংবাদিকদের জানান এ পুলিশ কর্মকর্তা।
আরো পড়ুন:
ভোররাতে মাছ ধরতে ডাকাডাকি, বের হতেই হত্যা
চালক মজিবলকে হত্যার পর অটোরিকশা ৯৫ হাজারে বিক্রি করা হয়: পুলিশ
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি তালুকপাড়ার ধানক্ষেত থেকে জহুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।
বাবা ও মার মধ্যে বিচ্ছেদের পর ছোটবেলা থেকে জহুরুল ওই এলাকায় তার মামার বাড়িতে বসবাস করতেন। পরে মামাত বোনের সঙ্গে জহুরুলের বিয়ে হয়। জহুরুলের মামা তার বাড়ির পাশে মেয়ের বাড়ি বানিয়ে দেন। সেখানে জহুরুল বসবাস করে আসছিলেন।
সাংবাদিকদের ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ‘‘মোবাইল ফোনের কল রেকর্ডের সূত্র ধরে আমরা আসামিদের ধরতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারের পর তারা প্রাথমিকভাবে হত্যা করার কথা স্বীকার করেছেন।’’
তিনি বলেন, ‘‘আসামিরা জানিয়েছেন, জহুরুলের সঙ্গে বিয়ের আগে থেকে শামীমার সঙ্গে বিপুলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শামীমার বাবা তাকে জহুরুলের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর কিছু দিন তাদের মধ্যে সম্পর্ক না থাকলেও তারা পুরনো সম্পর্কে ফিরে আসে এবং অনৈতিক সম্পর্কে লিপ্ত হতে থাকে।’’
জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘‘কয়েক দিন আগে জহুরুল তার স্ত্রী শামীমাকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যান। সেখানে গিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে শামীমা রাগান্বিত হয়ে প্রেমিক বিপুলকে দিয়ে জহুরুলকে হত্যার পর পরিকল্পনা করেন। তাদের পরিকল্পনা অনুযায়ী গত সোমবার (৩ নভেম্বর) শামীমা ১৫টি ঘুমের ওষুধ গুড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে জহুরুলকে পান করান। জহুরুল ঘুমিয়ে পড়লে মোবাইল ফোনে বিপুলকে ডেকে নেন শামীমা। এরপর তারা দুইজন জহুরুলকে ঘুমন্ত অবস্থায় ধানক্ষেতে নিয়ে নৃশংসভাবে হত্যা করেন।’’
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ঢাকা/এনাম/বকুল