দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৪’ পুরস্কার অর্জন করেছে। 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ইন-ফ্লাইট সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিস, অন-টাইম পারফরমেন্স, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইন এবং দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়েছে ট্রাভেল বিষয়ক পাক্ষিক “দি বাংলাদেশ মনিটর” থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে। 

এভাবে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স তিন বছর ধারাবাহিকভাবে (হ্যাট্রিক) পুরস্কৃত হলো।

গত ৫ জুলাই একটি বেসরকারি হোটেল থেকে এ পুরস্কার দেওয়া হয়। রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো.

ফাহিমুল ইসলাম থেকে ক্রেস্ট গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শেয়ার ট্রিপের প্রধান নির্বাহী সাদিয়া হকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এছাড়া, ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস’ ও ‘বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন’ ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার, ‘বেস্ট অন-টাইম পারফরমেন্স’ ও ‘বেস্ট এয়ারপোর্ট সার্ভিস’ ক্যাটাগরিতে সিলভার এবং ‘মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পুরস্কারও অর্জন করেছে। গোল্ড পুরস্কার গ্রহণ করেন মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, “ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি যাত্রীদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হলো এ স্বীকৃতি। আমরা ভবিষ্যতেও দেশের আকাশপথে উন্নত সেবা দিতে বদ্ধপরিকর।”

ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৫, ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে ‘দি বাংলাদেশ মনিটর’ থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ হিসেবে সম্মানিত হয়েছে।

ঢাকা/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ক র ল ইসল ম ইউএস ব

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ ও বোনাস লভ্যাংশ দিলো আইপিডিসি ফাইন্যান্স

পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

সোমবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আর বোনাস লভ্যাংশ বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভাংশ। সেহিসেবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৫০ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত নিবন্ধ

  • লোহিত সাগরে হামলা চালিয়ে মালবাহী জাহাজ ডোবানোর দাবি হুতিদের
  • গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • আওয়ামী লীগ বাদে ৫০ দলকে ইসির চিঠি
  • অভ্যন্তরীণ পথে গত বছরের সেরা বিমান সংস্থা ইউএস-বাংলা
  • কুবির ২ বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় পৃথক তদন্ত কমিটি, ক্লাস-পরীক্ষা
  • কুবি উপাচার্যের মেয়ের পোষ্য কোটায় ভর্তি নিয়ে বিতর্ক
  • শেয়ারহোল্ডারদের নগদ ও বোনাস লভ্যাংশ দিলো আইপিডিসি ফাইন্যান্স
  • আবেদনময়ী সাবরিনা এবার পরিবারবান্ধব
  • মেসি ম্যাজিকে জয়ে ফিরল ইন্টার মায়ামি