Prothomalo:
2025-11-02@21:44:58 GMT

কানের লতির কাজ কী

Published: 8th, July 2025 GMT

মানুষের মুখমণ্ডলের অবিচ্ছেদ্য অংশ কান। কানের নানা অংশ দিয়ে আমরা শুনে থাকি। কানের নিচের নরম মাংসের অংশটিকে কানের লতি বলা হয়। কানের লতিকে বৈজ্ঞানিক ভাষায় লোবিউল বলা হয়। এই অংশ তরুণাস্থিবিহীন। চর্বি ও কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি রক্তনালিসমৃদ্ধ অঙ্গ হচ্ছে কানের লতি। নানা ধরনের অলংকার পরা হলেও কানের লতির কার্যক্রম সম্পর্কে প্রশ্ন রয়েছে অনেকের মনেই।

অনেক বিজ্ঞানী মনে করেন, মানুষের কানের লতির নির্দিষ্ট বা অপরিহার্য কোনো জৈবিক কাজ নেই। মানবদেহের একটি ভেস্ট্রিজিয়াল অঙ্গ হিসেবে কানের লতি বিবর্তনের ধারায় তার মূল কার্যকারিতা হারিয়ে ফেলেছে। আবার কোনো কোনো বিজ্ঞানী মনে করেন, কানের লতির মধ্যে থাকা রক্তনালি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সামান্য ভূমিকা পালন করে। রক্ত সঞ্চালনের মাধ্যমে তাপ বিনিময় করে। যদিও এসব ধারণার পক্ষে কোনো জোরালো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

মানুষের কানের লতি অকার্যকর বলা যায়। অন্যদিকে প্রাণিজগতে কানের বাইরের অংশের কার্যকারিতা বেশ ভালোভাবে দেখা যায়। অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীর মানুষের মতো মাংসল লতি থাকে না। বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে, যেমন হরিণ, খরগোশ ও হাতির বিশাল কানের লতি দেখা যায়। হরিণ, খরগোশ বা শিয়ালের মতো প্রাণীদের বড় আকারে ঘোরানো কান থাকে। এই সব প্রাণী তাদের কানকে বিভিন্ন দিকে ঘুরিয়ে শব্দের উৎস শনাক্ত করতে পারে। হাতির বিশাল কান শ্রবণের পাশাপাশি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের কানের পাতলা অংশে প্রচুর রক্তনালি থাকে, যা বাতাস চলাচলের সময় শরীর থেকে অতিরিক্ত তাপ বের হতে সাহায্য করে। অন্যদিকে বাদুড়ের কানের মধ্যে অসাধারণ অভিযোজন দেখা যায়। বাদুড় উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ উৎপন্ন করে। নিজের কানের মাধ্যমে সেসব শব্দের প্রতিধ্বনি শুনে অন্ধকারে চলাচল ও শিকার ধরে। বাদুড়ের কানের বাইরের দিকে বেশ কিছু জটিল ভাঁজ দেখা যায়। এই ভাঁজ প্রতিধ্বনি সংগ্রহ ও বিশ্লেষণে সাহায্য করে।

প্রাণিজগতে পাখিদের মধ্যে কোনো বাহ্যিক কানের লতি দেখা যায় না। পাখির শ্রবণের অঙ্গ পালকের আড়ালে লুকিয়ে থাকে। পালক পাখির কানের ছিদ্রকে রক্ষা করে এবং শব্দতরঙ্গকে সরাসরি কানের ভেতরে পৌঁছাতে সাহায্য করে। অন্যদিকে মাছের কোনো বাহ্যিক কান বা কানের লতি দেখা যায় না। শ্রবণের জন্য রয়েছে অভ্যন্তরীণ কান এবং ল্যাটারাল লাইন সিস্টেম ব্যবহার করে মাছ। ল্যাটারাল লাইন সিস্টেম পানির কম্পন শনাক্ত করে। তিমি ও ডলফিনের মতো প্রাণীর কোনো বাহ্যিক কান বা কানের লতি নেই। তাদের কানের ছিদ্র খুবই ছোট ও প্রায় অদৃশ্য।

সূত্র: সায়েন্স ফোকাস, ন্যাশনাল সেন্টার ফর সায়েন্স এডুকেশন

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ