গর্ভাবস্থায় চিকনগুনিয়ায় আক্রান্ত হলে কী করবেন, কী করবেন না
Published: 8th, July 2025 GMT
গর্ভাবস্থা এমনিতেই একটা গুরুত্বপূর্ণ অবস্থা। এই সময়ে মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য মাকে যেমন বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, তেমনি বাড়ির সদস্যদেরও সহযোগী ভূমিকা পালন করতে হবে। আর এই সময়ে যদি চিকনগুনিয়া হয় তাহলে এটা আরও বেশি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।গর্ভাবস্থায় চিকনগুনিয়ায় আক্রান্ত হলে কী করবেন, কী করবেন না-  এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ জেনে নিন।  
প্রফেসর ডা.                
      
				
এই চিকিৎসক আরও বলেন, ‘‘ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি, শরবত, জুস খেতে হবে। এই সময়ে একশো দুই, তিন জ্বর হতে পারে। জয়েন্টে ব্যথা হতে পারে। এ সময় প্রেগনেন্সির জন্য সেভ প্যারাসিটামল চার ঘণ্টা বা ছয় ঘণ্টা পর পর দেওয়া যেতে পারে।’’
আরো পড়ুন:
লিভার থেকে দূষিত পদার্থ বের করে দিতে পারে যেসব খাবার
ঘুমানোর কত সময় আগে খাবার গ্রহণ করা ভালো
নিয়াজ তাহের পারভীনের পরামর্শ—
চিকনগুনিয়ায় আক্রান্ত হলে গর্ভবতী মাকে সাধারণ খাবার অল্প অল্প করে খেতে হবে। এ সময় প্লাটিলেট কাউন্ট কমে যেতে পারে বা শরীরে র্যাশ দেখা দিতে পারে। যে সিমটোম দেখা দেবে সেই সিমটম অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। গর্ভের সন্তানের নড়াচড়া ঠিক আছে কি না—মাকে খেয়াল রাখতে হবে। যতোটা সম্ভব বাম কাত হয়ে শুয়ে থাকতে হবে। যদি মনে করেন গর্ভের শিশুর নড়ানড়া কমে গেছে তাহলে আল্ট্রা করা লাগতে পারে।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ শ র যত ন যত ন এই সময় করব ন
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।