প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ, বিয়ের দাবি তরুণীর
Published: 8th, July 2025 GMT
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের শিকার হয়েছেন- এমন অভিযোগ করে এক তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন।
গাজীপুরের কালীগঞ্জে গত রবিবার (৬ জুলাই) রাত থেকে অবস্থান নেন তিনি। অভিযুক্ত ফরিদ পালোয়ান (২৫) ধর্ষণের মামলা দায়েরের পরই পালিয়ে গেছেন ইতালিতে।
ভুক্তভোগী তরুণী কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা। অভিযুক্ত ফরিদ পালোয়ান কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত মিয়ার উদ্দিন পালোয়ানের ছেলে।
ভুক্তভোগী তরুণী বলেন, “আমি ন্যায়বিচার চাই। বিয়ে করতে চাইলে কাবিনসহ বৈধভাবে বিয়ে করতে হবে। আমি কোনো অন্যায় করিনি। আমি আইনের মাধ্যমে সুবিচার চাই। ফরিদের বাড়িতে বিয়ের দাবিতে আশ্রয় নিলেও জীবনের শঙ্কায় রয়েছি।”
ভুক্তভোগী তরুণী জানান, প্রায় দেড় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দেখা হয় তাদের। ফরিদের ডাকে সাড়া দিয়ে বিকেলে তিনি ঘোড়াশালে গেলে ফরিদ তাকে মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে অবশেষে রাতের বেলায় হরিদেবপুর গ্রামের একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফরিদ। এরপর ৯ মার্চ ঢাকার মালিবাগের একটি বাসায় নিয়ে গিয়েও একইভাবে ধর্ষণের ঘটনা ঘটায় সে।
তরুণী অভিযোগ করেন, ধর্ষণের পর বিয়ের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি ফরিদ। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ফরিদ ওষুধ আনার কথা বলে তাকে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে ফেলে উধাও হয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তিনি ফরিদের গ্রামের বাড়ি হরিদেবপুরে গিয়ে আশ্রয় নেন। সেখানে ফরিদের মা-বোন ও আত্মীয়-স্বজনেরা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে ওই গ্রামের একজনের সহযোগিতায় ওই রাতেই তিনি নিরাপদ আশ্রয় পান।
এ ঘটনার পর পরিবারের পরামর্শে গত ১২ মার্চ কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং ৯) দায়ের করেন ভুক্তভোগী। মামলার প্রধান আসামি ফরিদ পালোয়ান ঘটনার পরপরই ইতালিতে পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/রফিক/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫