টেনিসের কিংবদন্তি রজার ফেদেরারের সামনে দাঁড়িয়ে ম্যাচ জয়; সেটা যেন নোভাক জকোভিচের জন্য ছিল এক অলিখিত চ্যালেঞ্জ। বারবার চেষ্টা করেও গ্যালারিতে ফেদেরার থাকলে জয় অধরাই থেকে যেত সার্বিয়ান মহাতারকার জন্য। তবে অবশেষে সেই অভিশাপমুক্ত হলেন তিনি।

উইম্বলডনের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জয় তুলে নিয়ে ১৬তম বারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন জকোভিচ। আর এমন জয়ের পর নিজেই রসিকতা করে বললেন, “শেষমেশ রজার (ফেদেরার) গ্যালারিতে থাকলেও আমি জিতলাম। হয়তো এটাই প্রথম!”

৩৮ বছর বয়সেও অনন্য দৃঢ়তায় খেলছেন জকোভিচ। শুরুটা যদিও ছিল হতাশাজনক। প্রথম সেটে মাত্র ৩০ মিনিটেই হেরে বসেন। কিন্তু তারপরই চেনা ছন্দে ফেরেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই কিংবদন্তি। দ্বিতীয় ও তৃতীয় সেটে টানা জয় তুলে নেন। চতুর্থ সেটে ৪-১ গেমে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে পরের পাঁচটি গেম দখলে নিয়ে ম্যাচ ও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন।

আরো পড়ুন:

উইম্বলডনে নাটকীয় প্রত্যাবর্তন: কোয়ার্টার ফাইনালে আলকারেজ

ফ্রেঞ্চ ওপেনের নতুন রাণী গফ

এই জয়ে এখন তার সামনে উন্মুক্ত হয়েছে ইতিহাস গড়ার দরজা। উইম্বলডনে আরও একটি শিরোপা জিতলেই তিনি ভাগ বসাবেন রজার ফেদেরারের সর্বোচ্চ ৮ শিরোপার রেকর্ডে। আর চূড়ান্ত সাফল্য ধরা দিলে, নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী (২৫টি) খেলোয়াড় হিসেবে এককভাবে শীর্ষে উঠবেন।

কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ ইতালির ২২তম বাছাই ফ্লাভিও কোবোল্লি। সেই ম্যাচে জিতলে সম্ভাবনা রয়েছে শীর্ষ বাছাই ইয়ানিক সিনারের মুখোমুখি হওয়ার, সেমিফাইনালের মঞ্চে।

ফেদেরার প্রসঙ্গে জকোভিচ বলেন, “রজার একজন বিশাল চ্যাম্পিয়ন। আমরা অনেক বছর একই মঞ্চে লড়েছি। তাকে তার প্রিয় টুর্নামেন্টে গ্যালারিতে দেখা দারুণ ব্যাপার।” 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক য় র ট র ফ ইন ল উইম বলডন

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ