প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আল-আমীন। এর আগে তিনি ব্যাংকের এসইভিপি ও সিআরএম প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মদ আল-আমীন ২০২৩ সালের ২১ জুন প্রিমিয়ার ব্যাংকে যোগ দেন। এর পর থেকে তিনি ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় উৎকর্ষের স্বাক্ষর রেখে ব্যাংকের ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। খবর বিজ্ঞপ্তি

২০০২ সালে প্রাইম ব্যাংক পিএলসিতে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ আল-আমীন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যাবস্থাপক, করপোরেট ব্যাংকিং, সিন্ডিকেশন ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় নেতৃস্থানীয় ভূমিকায় ২৩ বছরের বেশি কাজের অভিজ্ঞতা আছে তাঁর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদ আল-আমীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগ থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি অসংখ্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি

চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে (আগে নওগাঁর ডিসি হিসেবে পদায়নের আদেশ হয়েছিল) ফেনী, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি করা হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আবদুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু সরকার থেকে তাঁকে সেখানে যোগ না দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আজ সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে। মানে, তিনি নওগাঁর ডিসি হিসেবেই থাকছেন।

সম্পর্কিত নিবন্ধ