বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের তিন টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদিরা। আগের সিরিজের মতো এবারও নেতৃত্বে আছেন মিডল-অর্ডার ব্যাটার সালমান আলী আঘা। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান এবং পেসার হারিস রউফ।

এদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার সালমান মির্জা। ৩১ বছর বয়সী এই পেসার চলতি বছরের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন ৪টি ম্যাচ। যেখানে ১৫ গড়ে ও প্রায় ৯.

৬৪ রান রেট দিয়েও শিকার করেছিলেন ৯টি উইকেট। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সুযোগ মিলেছে জাতীয় দলে।

এর আগে গত মে মাসে বাংলাদেশ সফরে গিয়েছিল পাকিস্তান ‘বি’ দল। বাবর-রিজওয়ানদের ছাড়াই সেবার ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সফর শেষ করেছিল তারা। এবার বাংলাদেশ সফরেও একই কৌশল নিয়েই মাঠে নামছে পাকিস্তান।

২০, ২২ এবং ২৪ জুলাই, সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশ সংস্কার না করে কোনো নির্বাচন নয়। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদে সামিল হতে চাই, আমরা তার বিরুদ্ধে যাব। বাংলাদেশের মানুষ চাই সংস্কার হোক।”

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার পাঁচরাস্তা মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরারের মৃত্যু প্রতিবাদের মিছিলে দিল্লী না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়।”

আরো পড়ুন:

বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে: নাহিদ

বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না, ভয় পাই না: হাসনাত আব্দুল্লাহ

তিনি বলেন, বাংলাদেশপন্থি পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সব শহীদকে আমরা স্মরণ করি। তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।”

দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় পদযাত্রা। এর আগে, আজ দুপুর ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কবর জিয়ারত শেষে কুষ্টিয়া বড়বাজার এলাকা থেকে পদযাত্রা পাঁচরাস্তা মোড় পর্যন্ত যায়। এসময় বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করে। গত ১লা জুলাই রংপুর থেকে পদযাত্রা শুরু করে এনসিপি।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ