১৯৬২ সাল থেকে এজবাস্টনে টেস্ট খেলা হচ্ছে। ভারত তথা এশীয় কোনো দলের সেই মাঠে টেস্ট জিততে লাগল ৬৩ বছর। রেকর্ড ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরিয়েছে সফরকারীরা। স্মরণীয় সেই জয়ের পর ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল দাবি করেছেন, এখন পর্যন্ত ইংল্যান্ড সফরে আসা ভারতীয় দলগুলোর মধ্যে তাঁর দলটিই সেরা!
‘আমার প্রিয় সাংবাদিককে দেখতে পাচ্ছি না। তিনি কোথায়? তাঁকে দেখতে চেয়েছিলাম.
সেদিন শুভমান বলেছিলেন, আলাদা কোনো চাপ নেই। আর পাঁচটা টেস্টের মতোই এখানে খেলবেন। রোববার জয়ের পর ওই সাংবাদিককে খুঁজে না পেলেও সেই প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দেন ভারত অধিনায়ক, ‘টেস্ট শুরুর আগেও বলেছিলাম, আমি ইতিহাস বা পরিসংখ্যান নিয়ে বেশি ভাবি না। প্রায় ৬০ বছরে আমরা এখানে ৯টি টেস্ট খেলেছি। ভারতের বিভিন্ন দল এসেছে। আমার মতে, ইংল্যান্ড সফরে আসা ভারতীয় দলগুলোর মধ্যে আমাদের দলটাই সেরা।’
সিরিজ জেতার কথাও বলেছেন তিনি, ‘সিরিজ জেতার ক্ষমতা আমাদের আছে। যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিই ও লড়াই না ছাড়ি তাহলে মনে রাখার মতো একটা সিরিজ সমর্থকদের উপহার দেব।’
ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে এ জয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান অধিনায়ক শুভমান গিলের। তবে অবাক করেছেন ভারতীয় পেসাররা। জাসপ্রিত বুমরাহ এখানে খেলবেন না শুনে অনেকেই হায় হায় করে উঠেছিলেন। তার পরও ইংল্যান্ডের ২০ উইকেট তুলতে সমস্যা হয়নি ভারতের। আকাশদীপ ১০টি ও সিরাজ ৭ উইকেট নিয়ে স্বাগতিক শিবিরে ধস নামান।
এই বোলিং আক্রমণের প্রশংসায় পঞ্চমুখ শুভমান, ‘জাসপ্রিত ভাই বিশ্বের সেরা বোলার। কিন্তু তাঁকে ছাড়াও আমাদের বোলিং প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। এই টেস্টই তার প্রমাণ।’
এজবাস্টনে ব্যাট হাতে শুভমান ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১৬১ রান। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি, ‘আমার মনে হয় অধিনায়কের উচিত সামনে থেকে নেতৃত্ব দেওয়া। তাহলে যে কোনো পরিস্থিতিতে দলের অন্য ক্রিকেটারদের পরামর্শ বা নির্দেশ দেওয়া সহজ হয়। আপনি যদি নিজে ভালো খেলতে না পারেন, তাহলে অন্যকে ভালো খেলার কথা কীভাবে বলবেন? আমি সেটাই করার চেষ্টা করেছি।’ বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
উৎস: Samakal
কীওয়ার্ড: শ ভমন গ ল
এছাড়াও পড়ুন:
ঢাকায় অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে শনিবার
ঢাকায় দুই দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হচ্ছে আগামী শনিবার। এতে অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতিসহ হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল থাকবে। পাশাপাশি শিল্পের সহায়ক প্রতিষ্ঠানের স্টল থাকবে আরও ১২টি। প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনের ছাদে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই ভবনেই বিসিআইয়ের কার্যালয় অবস্থিত।
আজ বৃহস্পতিবার বিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত জানান চেম্বারটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী, বিসিআইয়ের পরিচালক মো. শাহেদ আলম, এস এম শাহ আলম, জিয়া হায়দার প্রমুখ।
বিসিআইয়ের সভাপতি বলেন, হালকা প্রকৌশল খাতে বাংলাদেশে বর্তমানে ছোটবড় প্রায় ৫০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। এই খাতে কাজ করেন ১০ লাখ মানুষ। হালকা প্রকৌশল খাতে স্থানীয় বাজার ১২ বিলিয়ন ডলারের হলেও দেশীয় উৎপাদকেরা অর্ধেক পূরণ করতে পারছেন। তা ছাড়া হালকা প্রকৌশল খাতের বৈশ্বিক বাজারের আকার প্রায় ৮ ট্রিলিয়ন ডলার। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাত আর বেশি মূল্য সংযোজন করতে পারবে না। ফলে আমাদের অর্থনীতিকে টেকসই করতে হলে আমাদের অন্য খাতে যেতে হবে। সে ক্ষেত্রে হালকা প্রকৌশল খাত পারে বড় সম্ভাবনার।
অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আলিমুল আহসান চৌধুরী বলেন, প্রতিবছর কৃষিজমি কমছে। কৃষকের বয়স বাড়ছে, তার কারণ তরুণেরা খুব কম কৃষিকাজে আসছেন। বিশ্বের অনেক দেশেই মোট জনগোষ্ঠীর ১০ শতাংশের কম কৃষিকাজে নিয়োজিত। ১০ শতাংশ মানুষ বাকি ৯০ শতাংশের জন্য খাদ্য জোগান দিচ্ছে। সে কারণে যন্ত্রের ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ছে। তবে বড় অংশই আমদানি করতে হচ্ছে।
আলিমুল আহসান চৌধুরী বলেন, বাংলাদেশে ১২০০ থেকে ১৫০০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতির বাজার আছে। তার মধ্যে দেশীয় কোম্পানিগুলো সরবরাহ করছে মাত্র ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার যন্ত্রাংশ। নীতিসহায়তা পেলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি।