কক্সবাজারের হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল আটটার দিকে জেলার নাজিরারটেক সৈকত থেকে আসিফ আহেমদ (২২) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। আসিফ বগুড়া জেলার নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষ ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মো.

ফরহাদ হোসেন হলে থাকতেন তিনি।

গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার শহর থেকে ১২ কিলোমিটার দূরের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। পরে সকালে সাড়ে নয়টার দিকে এ কে এম সাদমান রহমান নামের এক শিক্ষার্থীর লাশ ভেসে আসে। এক দিন পর আসিফের লাশ ভেসে এলেও এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান (২২) নামের আরও এক শিক্ষার্থী। তিনি বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। অরিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও আবাসিক হলের শিক্ষার্থী ছিলেন।

আসিফের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী। বেসরকারি সি-সেফ লাইফ গার্ড প্রতিষ্ঠানের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, আজ সকাল আটটার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক উপকূলের সৈকতে ২০-২৫ বছর বয়সী এক তরুণের লাশ ভেসে আসে। তাঁর পরনে সাদা টি–শার্ট ও হলুদ হাফ প্যান্ট রয়েছে।

আজ সকালে আসিফ আহমদের লাশ ভেসে আসে আসে নাজিরারটেক সৈকত এলাকায়

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ