বাংলা পঞ্জিকা অনুসারে এখন আষাঢ় মাস চলছে। এই সময়ের আকাশ কিছুটা মেঘলা থাকে বলে সন্ধ্যার আকাশের চমক তেমন একটা চোখে পড়ে না। তবে আকাশ পরিষ্কার থাকলে ১৫ জুলাই পর্যন্ত আকাশে বেশ কিছু চমক দেখার সুযোগ পাওয়া যাবে।

চাঁদের অবস্থান যেমন থাকবে

আজ বুধবার চাঁদ তার প্রথম চতুর্থাংশ দশায় উপনীত হবে। আর তাই চাঁদের অর্ধেক অংশ আলোকিত দেখা যাবে। এই সময় চাঁদ পর্যবেক্ষণ করলে চাঁদের ক্রেটার বা গর্তসহ পৃষ্ঠের অন্য সব বৈশিষ্ট্য দেখা যাবে। ৪ জুলাই চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকবে। এই অবস্থানকে অ্যাপোজি বা অপভূ বলে। ৪ জুলাই স্পাইকার চন্দ্রগ্রহণ দেখা যাবে। চাঁদ স্পাইকার তারাকে আড়াল করে দেবে। এই ঘটনাকে লুনার অকুলটেশন বলে। স্পাইকার ভার্গো তারামণ্ডলের সবচেয়ে উজ্জ্বল তারা। ৮ জুলাই চাঁদ স্কর্পিয়াস তারামণ্ডলের উজ্জ্বল নক্ষত্র অ্যান্টারেসকে আড়াল করে দেবে। ১০ জুলাই তারিখে চাঁদ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে থাকবে। ১১ জুলাই আকাশে পূর্ণিমা দেখা যাবে।

গ্রহের যত চমক

৩ জুলাই পৃথিবী তার কক্ষপথে সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করবে। এই মহাজাগতিক অবস্থানকে অপসূর বলে। এই দিন সূর্যকে সামান্য ছোট দেখা যাবে। জুলাই মাসে মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহ নিজ নিজ কক্ষপথে দৃশ্যমান থাকবে। ৩ জুলাই বুধ গ্রহ ও এম৪৪ বিহাইভ ক্লাস্টার তারার ঝাঁক একে অপরের খুব কাছাকাছি আসবে। এম৪৪ ক্যানসার তারামণ্ডলের উন্মুক্ত তারার ঝাঁক। ৪ জুলাই শুক্র ও ইউরেনাসের কনজুগেশন দেখা যাবে। শুক্র ও ইউরেনাস গ্রহ দুটি আকাশে কাছাকাছি আসবে। শুক্র অত্যন্ত উজ্জ্বল হলেও ইউরেনাসকে খালি চোখে দেখা কঠিন হবে। বাইনোকুলার বা ছোট টেলিস্কোপের সাহায্যে এই দুই গ্রহের একত্র অবস্থান দেখা যাবে। ৪ জুলাই বুধ গ্রহকে পূর্ব দিগন্তে ভালোভাবে দেখা যাবে। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে বুধকে সবচেয়ে ভালো দেখা যাবে।

৫ জুলাই নেপচুন গ্রহের পশ্চাদ্‌গামী গতির অবস্থান দেখা যাবে। এই সময় পৃথিবী থেকে দেখলে নেপচুন গ্রহকে আকাশের তারার সাপেক্ষে বিপরীত দিকে চলছে বলে মনে হবে। দৃশ্যমান এই বিভ্রম পৃথিবীর দ্রুতগতির কারণে ঘটে। ৯ জুলাই আকাশে দ্য গ্রেট পিকক গ্লোবুলার ক্লাস্টার ভালোভাবে দৃশ্যমান হবে। এটি গ্লোবুলার ক্লাস্টারের মধ্যে বেশ উজ্জ্বল। ১২ জুলাই শুক্র গ্রহ ভোরের আকাশে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে। সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে শুক্রকে অত্যন্ত উজ্জ্বলভাবে ও দীর্ঘ সময় ধরে দেখা যাবে। ১৩ জুলাই শনি গ্রহ পশ্চাদ্‌গামী গতিতে অবস্থান করবে। শনিকে মনে হবে তার কক্ষপথে উল্টো দিকে চলছে। ১৪ জুলাই তারিখে বুধ গ্রহ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করবে।

সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, ইন দ্য স্কাই ও স্কাই ম্যাপস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ ন করব সবচ য

এছাড়াও পড়ুন:

১৫ জুলাই পর্যন্ত রাতের আকাশে দেখা যাবে যেসব মহাজাগতিক দৃশ্য

বাংলা পঞ্জিকা অনুসারে এখন আষাঢ় মাস চলছে। এই সময়ের আকাশ কিছুটা মেঘলা থাকে বলে সন্ধ্যার আকাশের চমক তেমন একটা চোখে পড়ে না। তবে আকাশ পরিষ্কার থাকলে ১৫ জুলাই পর্যন্ত আকাশে বেশ কিছু চমক দেখার সুযোগ পাওয়া যাবে।

চাঁদের অবস্থান যেমন থাকবে

আজ বুধবার চাঁদ তার প্রথম চতুর্থাংশ দশায় উপনীত হবে। আর তাই চাঁদের অর্ধেক অংশ আলোকিত দেখা যাবে। এই সময় চাঁদ পর্যবেক্ষণ করলে চাঁদের ক্রেটার বা গর্তসহ পৃষ্ঠের অন্য সব বৈশিষ্ট্য দেখা যাবে। ৪ জুলাই চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকবে। এই অবস্থানকে অ্যাপোজি বা অপভূ বলে। ৪ জুলাই স্পাইকার চন্দ্রগ্রহণ দেখা যাবে। চাঁদ স্পাইকার তারাকে আড়াল করে দেবে। এই ঘটনাকে লুনার অকুলটেশন বলে। স্পাইকার ভার্গো তারামণ্ডলের সবচেয়ে উজ্জ্বল তারা। ৮ জুলাই চাঁদ স্কর্পিয়াস তারামণ্ডলের উজ্জ্বল নক্ষত্র অ্যান্টারেসকে আড়াল করে দেবে। ১০ জুলাই তারিখে চাঁদ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে থাকবে। ১১ জুলাই আকাশে পূর্ণিমা দেখা যাবে।

গ্রহের যত চমক

৩ জুলাই পৃথিবী তার কক্ষপথে সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করবে। এই মহাজাগতিক অবস্থানকে অপসূর বলে। এই দিন সূর্যকে সামান্য ছোট দেখা যাবে। জুলাই মাসে মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহ নিজ নিজ কক্ষপথে দৃশ্যমান থাকবে। ৩ জুলাই বুধ গ্রহ ও এম৪৪ বিহাইভ ক্লাস্টার তারার ঝাঁক একে অপরের খুব কাছাকাছি আসবে। এম৪৪ ক্যানসার তারামণ্ডলের উন্মুক্ত তারার ঝাঁক। ৪ জুলাই শুক্র ও ইউরেনাসের কনজুগেশন দেখা যাবে। শুক্র ও ইউরেনাস গ্রহ দুটি আকাশে কাছাকাছি আসবে। শুক্র অত্যন্ত উজ্জ্বল হলেও ইউরেনাসকে খালি চোখে দেখা কঠিন হবে। বাইনোকুলার বা ছোট টেলিস্কোপের সাহায্যে এই দুই গ্রহের একত্র অবস্থান দেখা যাবে। ৪ জুলাই বুধ গ্রহকে পূর্ব দিগন্তে ভালোভাবে দেখা যাবে। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে বুধকে সবচেয়ে ভালো দেখা যাবে।

৫ জুলাই নেপচুন গ্রহের পশ্চাদ্‌গামী গতির অবস্থান দেখা যাবে। এই সময় পৃথিবী থেকে দেখলে নেপচুন গ্রহকে আকাশের তারার সাপেক্ষে বিপরীত দিকে চলছে বলে মনে হবে। দৃশ্যমান এই বিভ্রম পৃথিবীর দ্রুতগতির কারণে ঘটে। ৯ জুলাই আকাশে দ্য গ্রেট পিকক গ্লোবুলার ক্লাস্টার ভালোভাবে দৃশ্যমান হবে। এটি গ্লোবুলার ক্লাস্টারের মধ্যে বেশ উজ্জ্বল। ১২ জুলাই শুক্র গ্রহ ভোরের আকাশে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে। সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে শুক্রকে অত্যন্ত উজ্জ্বলভাবে ও দীর্ঘ সময় ধরে দেখা যাবে। ১৩ জুলাই শনি গ্রহ পশ্চাদ্‌গামী গতিতে অবস্থান করবে। শনিকে মনে হবে তার কক্ষপথে উল্টো দিকে চলছে। ১৪ জুলাই তারিখে বুধ গ্রহ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে অবস্থান করবে।

সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, ইন দ্য স্কাই ও স্কাই ম্যাপস

সম্পর্কিত নিবন্ধ