সোনারগাঁয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মতবিনিময়  ও কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে। শনিবার(১২জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে  সোনারগাঁ সংঘের আয়োজনে এ মত বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক মো.লুৎফর কবিরের উপস্থাপনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্দিক জোবায়ের।

প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক জোবায়ের বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মুল ভিত্তি হলো  প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের কাজ শুরু করতে হবে। আমরা সরকার থেকে এবছর সিদ্ধান্ত নিয়েছিলাম এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোন অতিরিক্ত নাম্বার (গ্রেস) দেওয়া হবেনা।

এ বছর অতিরিক্ত নাম্বার না দেওয়ার কারনে আমাদের এসএসসির ফলাফলে এ অবস্থা। তাই এ ধারা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থী শিক্ষক ও অবকাঠামোর এই তিনটি হচ্ছে মুল। মান সম্মত শিক্ষা ঠিক রাখতে হলে অবকাঠামো ঠিক রাখতে হবে।

আমরা শুনি এবং  ভুলে যাই, যা দেখি তা মনে রাখার চেষ্টা করি এবং যা বাস্তবে কাজ করি তা মনে ধারন করি। একটি বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে একটি স্বপ্ন দেখা শুরু করে। আমরা তো চাকরি করি না আমরা ভবিষ্যৎ নাগরিক তৈরি করি।

তাহলে আমার সোনারগাঁওয়ের শিক্ষার্থীরা ও শিক্ষকরা কেন নানা সমস্যার সম্মুখীন হতে হয়? আমার সোনারগাঁয়ে শিক্ষার ক্ষেত্রে আবার সু-বাতাশ বইবে।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ে শিক্ষার ক্ষেত্রে যতো সমস্যা আছে আমি আমার সর্বোচ্চ দিয়ে সমাধান করার চেষ্টা করবো। আমরা বিভাজনমূলক শিক্ষা ব্যবস্থা দেখতে চাইনা। একমুখী শিক্ষা ব্যবস্থা দেখতে চাই।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ড.

শায়লা নাসরিনের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা রহমান, জেলা প্রাথমিক শিক্ষা  অফিসার ফেরদৌসী বেগম, ডেমরা কলেজের অধ্যক্ষ নুরে আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক সামছুল আলম পনির প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা