ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছর করে কারাদণ্ড
Published: 15th, January 2025 GMT
ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।
বিস্তারিত আসছে…
ঢাকা/মামুন/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতের মতামত গুরুত্বহীন: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘‘ভারত তাদের জায়গা থেকে যতদিন না ফাঁসির রায়ে দণ্ডিত গণহত্যাকারী, গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে, ততদিন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে ভারতেরও মতামত আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না।”
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “খুনি হাসিনা তার সময়কালে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ অসংখ্য অপরাধ করেছে। সে তুলনায় তার বর্তমান শাস্তি খুবই নগণ্য। তারপরও বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তির রায় দেওয়া হয়েছে, এখন আমরা সেই রায় কার্যকরের অপেক্ষায় আছি। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ রায় কার্যকর হবে বলে বিশ্বাস করি। একজন স্বৈরাচারের শাস্তি কার্যকর হওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে।”
সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করে সারজিস আলম বলেন, “জুলাই গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণার মাধ্যমে সরকার তাদের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করেছে। পাশাপাশি জুলাই সনদ, গণভোট ও নোট অব ডিসেন্ট এসব ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি হয়েছে।”
এনসিপির এই নেতা বলেন, “এখন তাদের লক্ষ্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কারের পথে এগিয়ে যাওয়া। আমরা একটি সুস্থ ও গ্রহণযোগ্য গণভোট চাই।”
ঢাকা/নাঈম/এস