র্যাব নিয়ে কী আছে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে
Published: 15th, January 2025 GMT
পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং জনবান্ধব পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে র্যাবের অতীত কার্যক্রম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যালোচনা করে এর প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়নের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।
সফর রাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের সংস্কারের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে এ সুপারিশ রয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থার সদস্য কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য সরাসরি সমস্ত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার জন্য পুলিশ সংস্কার কমিশনের তরফ থেকে জোর সুপারিশ করা হয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা বা তাদের প্ররোচনায় মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ উত্থাপিত হলে, সংশ্লিষ্ট সংস্থা প্রধান নিজেই যাতে তদন্তের নির্দেশ প্রদান করতে পারেন, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়েও একটি মানবাধিকার সেল কার্যকর থাকার বিষয়ে কমিশন সুপরিশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দোষী না হওয়া পর্যন্ত অভিযুক্তকে মিডিয়ার সামনে উপস্থাপন করা যাবে না। সংবিধান, বিভিন্ন আইন এবং উচ্চ আদালতের নির্দেশনা পুলিশ কর্তৃক অমান্যের দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হলে তাৎক্ষণিক প্রতিকার পাওয়ার জন্য নতুন হেল্প লাইন চালু করা কিংবা ৯৯৯ কর্তৃক সেবার মধ্যে এ ধরনের অপরাধ অন্তর্ভুক্ত করা যেতে পারে। ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষার জন্য একটি সুরক্ষা আইন প্রণয়ন করা উচিত, যা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সহায়ক হবে।
এতে আরও বলা হয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতাকে হত্যা ও আহত করার জন্য দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘নয়ছয়’-এর নির্মাতা রাফায়েলকে বিয়ে করলেন অভিনেত্রী মম
রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করে পরে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন মাইমুনা মম। নাটক, ধারাবাহিক এবং চলচ্চিত্র-সব মাধ্যমেই কাজ করেছেন তিনি। অবশেষে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী।
শুক্রবার (২১ নভেম্বর) মম বিয়ে করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে।
আরো পড়ুন:
বিয়েতে কনে উপহার পেলেন ১০০ খাটাশ
ভিন্ন ধর্মের একটি বিয়ে নিয়ে গাইবান্ধায় শোরগোল
ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
রাফায়েল ও মম জানান, দেড় বছর আগে তাদের পরিচয়। এই সময়টায় তারা একে অপরকে জানার সুযোগ পান—ঘোরাঘুরি, কথা বলা, মানসিক বোঝাপড়া সবই হয়েছে পরস্পরের সঙ্গে। প্রায় দেড় মাস আগে সম্পর্কটি প্রেমে রূপ নেয়। এরপর দুই পরিবারকে জানিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। পরিবারও তাদের সিদ্ধান্তে সম্মতি জানায়।
রাফায়েল আহসান ২০১৪ সালে নির্মাণ করেন ‘নয়ছয়’ নামের সিনেমা। কয়েক বছর ধরে তিনি প্রযোজনায় নিয়মিত। তার প্রযোজিত উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে—‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’। এ ছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘কাঠপেন্সিল’ চলচ্চিত্র নির্মাণ করে আলোচনায় আসেন তিনি।
মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল বলেন, “মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। খুব স্বাভাবিক, সবার থেকে আলাদা। তাই মনে হয়েছে, ওকে নিয়ে ভবিষ্যতের পথচলা সহজ ও সুন্দর হবে।”
২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন মম। এর আগে, তিনি টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন। তার প্রথম চলচ্চিত্র ছিল শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’, যেখানে সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
রাফায়েলকে নিয়ে নিজের অনুভূতি জানিয়ে মম বলেন, “রাফায়েলের সততা আমাকে সবচেয়ে বেশি টানে। কথাবার্তায় কোনো রাখঢাক নেই। খুব স্ট্রেট ফরোয়ার্ড মানুষ। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে নতুন পরিকল্পনা করার তার স্বভাবটা আমার খুব ভালো লাগে।”
এ মুহূর্তে দেশের দুই টিভি চ্যানেলে মম অভিনীত তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে—আরটিভিতে ‘ঘুরিতেছে পাঙ্খা’ ও ‘ম্যানেজ মাস্টার’, দীপ্ত টিভিতে ‘খুশবু’।
ঢাকা/রাহাত