ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে সংসদ সদস্য হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। হাসিনা সরকারের পতনের পর জনতার ক্ষোভের কারণে দেশের মাটিতে এখনো ফিরতে পারেননি এক সময়ের নাম্বার ওয়ান অলরাউন্ডার। তবে সাকিবকে রাজনীতিতে এলেও আওয়ামী লীগে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার মেজর (অব.

) হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন বলেন, ‘সাকিব একদিন আমার সঙ্গে দেখা করে রাজনীতিতে আসার আগ্রহের কথা জানায়। তখন আমি তাকে বলি—তুমি একজন বড় মাপের ক্রিকেটার, এখন রাজনীতিতে না আসাই ভালো। বিশেষ করে তাকে আমি বলেছিলাম আর যা-ই করো, আওয়ামী লীগে যেও না। কারণ আমি জানি দলটির ফ্যাসিবাদী চরিত্র কেমন। সে উপদেশ না শুনে বিপদে পড়েছে।’

তিনি আরো বলেন, ওই সময় সাকিবের মুখ দেখে মনে হয়েছে আমার পরামর্শ মোটেও ভালো লাগেনি তার। সে মুখ ফুটে কিছু না বললেও খানিকক্ষণ নীরব থেকে চলে গেল নিজের ঠিকানায়। এর কিছুদিন পর শুনলাম, দেখলাম এবং জানলাম সাকিব আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছে। এর পরের ঘটনা সবার জানা। আজ সাকিব ধিকৃত। দেশে ফিরতে পারছে না।’

হাফিজ মনে করেন, আওয়ামী লীগে যোগ দিয়েই সাকিব গণধিক্কারের শিকার হয়েছে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সাকিব যদি আওয়ামী লীগে যোগ দিয়ে দলটির সংসদ সদস্য না হতো, তাহলে আজও সে সম্মানের সাথে দেশে থাকতে এবং খেলতে পারত। এ রকম গণধিক্কারের শিকার হতো না এবং সুনাম ও সম্মানের সাথে অবসর নিতে পারত।’

উৎস: Samakal

কীওয়ার্ড: স ক ব আল হ স ন সদস য আওয় ম

এছাড়াও পড়ুন:

দক্ষিণ-পশ্চিম সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় দুই দিনে নিহত ৩০০

দক্ষিণ-পশ্চিম সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যের আল-নুহুদ শহরে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর হামলায় কমপক্ষে ৩০০ জন নিহত হয়েছে।

শনিবার (৪ মে) সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত দুই দিনে এই হামলাগুলো ঘটেছে। বিবৃতিতে আরএসএফকে ‘মানবতাবিরোধী অপরাধ’ করার জন্য অভিযুক্ত করা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো ‘জাতিগত ভিত্তিতে’ করা হয়েছে বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরএসএফের কর্মকাণ্ডের প্রতি ‘নমনীয়তা’ বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

আরএসএফ এখনও অভিযোগের কোনো জবাব দেয়নি।

শুক্রবার, আরএসএফ ঘোষণা করেছে যে, তারা আল-নুহুদের নিয়ন্ত্রণ নিয়েছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর শহরে সুদানী সেনাবাহিনীর ১৮তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর দখল করেছে।

ক্ষমতার দখল ঘিরে সুদানের সেনাবাহিনী (এসএএফ) এবং আধাসামরিক বাহিনীর (আরএসএফ) মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে লড়াই চলছে। জাতিসংঘ এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে, সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ২০ হাজারেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন বিশেষজ্ঞদের গবেষণায়, মোট নিহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার বলে অনুমান করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ