চেনাব বাঁধ দিতে ৩ হাজার কোটি রুপি ঋণ চায় ভারত
Published: 12th, July 2025 GMT
নদীর পানিবণ্টনের লড়াই তীব্রতর করে পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু উপত্যকার চন্দ্রভাগা (চেনাব) নদীর ওপর বাঁধ দেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে ভারত। সে জন্য ৩ হাজার ১১৯ কোটি রুপি ঋণ নেওয়ার চেষ্টা শুরু করেছে তারা।
এই বাঁধ ও সে জন্য জলাধার নির্মাণ হবে একেবারে নতুন (গ্রিনফিল্ড স্টোরেজ)। এই বাঁধ ও জলাধার তৈরি হয়ে গেলে সেখান থেকে ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন–নিউজ ১৮ এই খবর জানিয়ে বলেছে, নির্মীয়মান এই প্রকল্পে মোট খরচ হবে ৪ হাজার ৫২৬ কোটি রুপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের ২৪ এপ্রিল এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন।
সূত্রের বরাতে এই খবরে বলা হয়েছে, বিভিন্ন ব্যাংক ও আন্তর্জাতিক অর্থলগ্নিকারী সংস্থার কাছে এই ঋণের বিষয়ে খোঁজখবর করা হচ্ছে। যদিও একাংশ বিশ্বব্যাংক থেকে এই ঋণসহায়তা পেতে আগ্রহী। বিশ্বব্যাংকের মধ্যস্থতাতেই ভারত–পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
জম্মু–কাশ্মীরের কিসতোয়ার জেলায় চন্দ্রভাগা নদীর ওপর এই বাঁধ নির্মাণের কাজ শেষ হয়ে গেলে তা পাকিস্তানে পানিপ্রবাহ কমিয়ে দিতে পারে। এত দিন ধরে এই প্রকল্প রূপায়ণে তেমন একটা উদ্যোগ দেখা যায়নি। জলবিদ্যুৎ প্রকল্পের স্বার্থে চন্দ্রভাগার গতিপথ পরিবর্তনের কাজ শেষ হয় ২০২৪ সালে। এ জন্য ৬০৯ মিটার দীর্ঘ টানেল বা সুড়ঙ্গ তৈরি হবে। বাঁধের উচ্চতা হবে ১০৯ মিটার।
সরকার এখন চাইছে ২০২৭ সালের মধ্যে এই প্রকল্প তৈরির কাজ শেষ করে ফেলতে। কিসতোয়ার জেলার এই বাঁধ তৈরি হয়ে গেলে জম্মু–কাশ্মীরের শিল্প সম্ভাবনা বেড়ে যাবে। বিদ্যুতের ঘাটতিও মিটবে।
পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর পাকিস্তানের ওপর চাপ বৃদ্ধি করতে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয়। এই চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে প্রবাহিত ছয়টি নদীর পানি ভাগাভাগি হয়ে আসছে। চুক্তি স্থগিত রেখে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে ‘পানি যুদ্ধ’ শুরু করেছে, নতুন এই বাঁধ প্রকল্প তা ত্বরান্বিত করবে।
উজানে বৃহৎ জলাধার তৈরি না হলে ভাটি এলাকায় পানিপ্রবাহ কমানো সম্ভবপর নয়। মনে করা হচ্ছে, চন্দ্রভাগায় এই জলবিদ্যুৎ প্রকল্প সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।
সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, ভারত সিন্ধু অববাহিকায় উন্নয়নমূলক যা কিছু করতে পারে, এত দিন ধরে তার পূর্ণ সদ্ব্যবহার করে উঠতে পারেনি। পেহেলগাম–কাণ্ড ও অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলার পর চুক্তির আওতায় থেকে সেই কাজগুলো করার আগ্রহ ভারত দেখাতে শুরু করেছে। এই প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের অবস্থান কী, তা এখনো অজানা। পাকিস্তানের প্রতিক্রিয়াও এখনো জানা যায়নি।
সিন্ধু চুক্তি অনুযায়ী, সিন্ধু অববাহিকার মোট ছয়টি নদীর পানি দুই দেশের মধ্যে ভাগাভাগি হয়েছিল। পূর্ব দিকের তিন নদী বিপাশা (বিয়াস), ইরাবতী (রবি) ও শতদ্রুর (সতলেজ) পানির ৯০ শতাংশ নিয়ন্ত্রণ ভারতের। পশ্চিম দিকের তিন নদী সিন্ধু, ঝিলম (বিতস্তা) ও চন্দ্রভাগার (চেনাব) সিংহভাগ পানি পাওয়ার কথা পাকিস্তানের। মোট পানির ২০ শতাংশের ওপর রয়েছে ভারতের অধিকার ও ৮০ শতাংশের ওপর পাকিস্তানের অধিকার।
পশ্চিমের তিন নদীর পানির ওপর ভারতের অধিকার না থাকলেও চুক্তিতে বলা হয়েছিল, তা থেকে জলবিদ্যুৎ উৎপাদনের অধিকার থাকবে। সেচের কাজেও ওই নদীগুলোর পানি ব্যবহার করতে পারবে ভারত। চুক্তির শর্ত লঙ্ঘন না করে ভারত চন্দ্রভাগায় এই বাঁধ প্রকল্পের কাজ হাতে নিয়েছে। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্ত বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক অনুমোদন পায় কি না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই প রকল প প রকল প র ব শ বব য নদ র প ন র ওপর
এছাড়াও পড়ুন:
খলাপাড়ার গণহত্যা দিবস: স্বাধীনতার প্রান্তে শহীদ হন ১০৬ জন
১৯৭১ সালের ১ ডিসেম্বর স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধুর একটি দিন। এদিন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের ন্যাশনাল জুট মিলস রক্তাক্ত হয়। মিলের ভেতর কর্মকর্তা-কর্মচারী এবং মুক্তিযোদ্ধাদের সহযোগী সন্দেহে আটক ১০৬ জন নিরীহ বাঙালিকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।
সেই থেকে প্রতিবছর ১ ডিসেম্বর শহীদদের স্মরণে কালীগঞ্জ গণহত্যা দিবস পালিত হয়ে আসছে। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসমূহ শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা দোয়া ও মোনাজাত করেন শহীদের রুহের মাগফিরাত কামনায়।
আরো পড়ুন:
‘১৭ বছরে ৯৪ হাজার থেকে মুক্তিযোদ্ধা আড়াই লাখ করা হয়েছে’
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল
কালীগঞ্জে মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম হুমায়ুন মাস্টার সেই দিনের স্মৃতিচারণ করেন। তিনি জানান, ১৯৭১ সালের সেই সকালে মিলের শ্রমিক-কর্মচারীরা নাস্তার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই পাশের ঘোড়াশাল ক্যাম্প থেকে নদী পার হয়ে হানাদার বাহিনী মিল চত্বরে প্রবেশ করে। তারা মুক্তিযোদ্ধাদের সন্ধানে অভিযান চালানোর নামে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী নিরস্ত্র বাঙালিদের ধরে ধরে জড়ো করে।
সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের লাইনে দাঁড় করিয়ে চলে ব্রাশফায়ার। প্রাণহীন হয়ে পড়ে একের পর এক শরীর। ন্যাশনাল জুট মিলে নেমে আসে নীরবতা।
স্থানীয় বাসিন্দারা জানান, গণহত্যা শেষে পাকবাহিনী মিলের দক্ষিণ পাশের দেয়াল ভেঙে পালিয়ে যায়। শহীদদের মরদেহ পড়ে ছিল মিলের সুপারি বাগানে। ভয় ও আতঙ্কে কেউ কাছে যাওয়ার সাহস পাননি। মরদেহগুলো শেয়াল-শকুনের খাদ্যে পরিণত হয়। স্বাধীনতার পর এলাকাবাসী মিল চত্বরে প্রবেশ করে বিকৃত অবস্থায় ১০৬ জন শহীদের মরদেহ উদ্ধার করেন। তারপর মিলের দক্ষিণ পাশে কবর খুঁড়ে একসঙ্গে শহীদদের সমাহিত করেন তারা।
শহীদদের স্মরণে মিল কর্তৃপক্ষ নির্মাণ করেন একটি স্মৃতিস্তম্ভ ‘শহীদের স্মরণে ১৯৭১’। গণকবরের পাশেই পরবর্তীতে গড়ে ওঠে একটি পাকা মসজিদ-যেখানে প্রতিনিয়ত দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া হয়।
কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, “খলাপাড়ার সেই ১০৬ শহীদের রক্তগাথা কেবল অতীত নয়-এটি জাতির কাছে এক চিরন্তন দায়বদ্ধতার স্মারক। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস পৌঁছে দেওয়া আর শহীদদের আত্মত্যাগের প্রতি ন্যায্য সম্মান জানানোই হোক আমাদের প্রতিদিনের অঙ্গীকার।”
ঢাকা/মাসুদ