চার ঘণ্টা পর ঢাকার পুরানা পল্টনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৩ মে) রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৮টা ২৫ মিনিটে ফকিরাপুল বিজয় নগরে পানির ট্যাংকির কাছে সাব্বির টাওয়ার নামে ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. ছালেহ উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঘটনাস্থল থেকে পল্টন থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, সাব্বির টাওয়ার মূলত বাণিজ্যিক ভবন। নিচতলায় দোকানপাট রয়েছে। ওপরে রয়েছে বিভিন্ন কোম্পানির অফিস। প্রাথমিকভাবে জানা গেছে, ১১তলার ছাদে বৈদ্যুতিক বাল্বের গুদাম রয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা/সুকান্ত/ইভা

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এবি ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

আরব বাংলাদেশে (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবারের পরিচালরা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন। নতুন করে ব্যাংকটির সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে চেয়ারম্যান করা হবে বলে আলোচনা রয়েছে।

বেসরকারি খাতের এবি ব্যাংক নানা সমস্যায় জর্জরিত। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির ৩২ হাজার ৯৭৮ কোটি টাকা ঋণের ৮ হাজার ৫৭৩ কোটি টাকা বা ২৬ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।

পদত্যাগ করা চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী ইউনিভার্সিটি অফ উলভার হ্যাম্পটন থেকে স্নাতক ডিগ্রি র্অজন করেন। পরবর্তীতে সিটি ইউনিভার্সিটি স্নাতকোত্তর এবং লন্ডনের লিঙ্কনস্ ইন থেকে বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন।

সম্পর্কিত নিবন্ধ