চার ঘণ্টা পর ঢাকার পুরানা পল্টনে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৩ মে) রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৮টা ২৫ মিনিটে ফকিরাপুল বিজয় নগরে পানির ট্যাংকির কাছে সাব্বির টাওয়ার নামে ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. ছালেহ উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঘটনাস্থল থেকে পল্টন থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, সাব্বির টাওয়ার মূলত বাণিজ্যিক ভবন। নিচতলায় দোকানপাট রয়েছে। ওপরে রয়েছে বিভিন্ন কোম্পানির অফিস। প্রাথমিকভাবে জানা গেছে, ১১তলার ছাদে বৈদ্যুতিক বাল্বের গুদাম রয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা/সুকান্ত/ইভা

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চার বিভাগে বৃষ্টি বাড়তে পারে

দেশের চার বিভাগে আজ রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে। এর মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই বৃষ্টি আগামী তিন থেকে চার দিন চলতে পারে। ইতিমধ্যে আজ সকাল থেকেই বগুড়াসহ উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। রাজধানীর আকাশ আজ বেলা ১টার দিক থেকে ঘন মেঘে ছেয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই এ বৃষ্টি।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ইতিমধ্যে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে জোরেশোরে। এর মধ্যে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় বগুড়ায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি আজ ছয় ঘণ্টায় হওয়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। এ সময় রাজশাহীতে ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ দুপুরে প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বৃষ্টি বেড়েছে। আগামী তিন থেকে চার দিন, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সম্পর্কিত নিবন্ধ