কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মাঝে এবার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

গতকাল শনিবার ভারতের জাহাজ চলাচলবিষয়ক বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে ভারতের কোনো বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ভারতের পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে যাবে না।

বিবৃতিতে বলা হয়, জনগণ ও ভারতের জাহাজ চলাচলের স্বার্থ রক্ষায় ভারতীয় সম্পদ, কার্গো ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এ আদেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী গতকাল জানায়, স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

গতকাল পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। দেশটির সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিয়েছে, তা হলো ভারতের পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের কোনো বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই সঙ্গে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ ভারতীয় কোনো বন্দরে যাবে না।

এ বিষয়ে যেকোনো ব্যতিক্রম বা ছাড়ের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার পর ‘কেস-টু-কেস’ ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক। এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে নয়াদিল্লি। তবে অভিযোগ নাকচ করে দিয়েছে পাকিস্তান। ওই হামলার পর থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

আরও পড়ুনপাকিস্তানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তেজনা আরও বাড়াল৮ ঘণ্টা আগে

এর মধ্যেই পাকিস্তানের সামরিক বাহিনী গতকাল জানায়, স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এক বিবৃতিতে দেশটিতে সামরিক বাহিনী বলেছে, সেনাদের আভিযানিক প্রস্তুতি নিশ্চিত ও গুরুত্বপূর্ণ কারিগরি দিকগুলো যাচাই করা ছিল এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গত শুক্রবার বিজ্ঞপ্তিতে বলেছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন এখন থেকে নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবর, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে দেশটি থেকে সব ধরনের প্রত্যক্ষ-পরোক্ষ আমদানি নিষিদ্ধ করেছে নয়াদিল্লি।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গত শুক্রবার বিজ্ঞপ্তিতে বলেছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন এখন থেকে নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে সব ধরনের ডাক ও পার্সেলও নিষিদ্ধ করেছে ভারত। গতকাল এক বিজ্ঞপ্তিতে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ কথা জানায়।

আরও পড়ুনপাকিস্তানের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা১৬ ঘণ্টা আগেআরও পড়ুনভারত–পাকিস্তানের উত্তেজনার মধ্যে কেন বাংকার নির্মাণ ও সংস্কারে ব্যস্ত কাশ্মীরের মানুষ১৭ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ষ দ ধ কর সব ধরন র পর ক ষ গতক ল

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের বিমানবন্দর এলাকায় আঘাত হানলো হুতিদের ক্ষেপণাস্ত্র

ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে। রবিবার এ হামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানবন্দর এলাকার একটি রাস্তা ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে।

ইসরায়েলি পুলিশের একজন জ্যেষ্ঠ কমান্ডার ইয়ার হেটজরোনি সাংবাদিকদের ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে সৃষ্ট একটি গর্ত দেখিয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে টার্মিনাল ৩-এর একটি পার্কিং লটের কাছে একটি রাস্তার পাশে ক্ষেপণাস্ত্রটি পড়েছিল। 

হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, “যে আমাদের ক্ষতি করবে, তার সাতগুণ ক্ষতি করা হবে।”

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলায় আহত আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, বেন গুরিওনে বিমানের উড্ডয়ন এবং অবতরণ পুনরায় শুরু হয়েছে এবং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

তবে, বেন গুরিওনের লাইভ এয়ার ট্র্যাফিক সাইট অনুসারে, ক্ষেপণাস্ত্রের কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ