শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া। তারপর ঘুরে দাঁড়িয়ে জয়। ইউরোপের ফুটবলে ‘কামব্যাক’-এর কথা বললে সবার আগে চোখে ভাসে রিয়াল মাদ্রিদের নাম। মাঝে একটা সময় তো যেন ঘুরে দাঁড়ানোর বিশেষজ্ঞই হয়ে উঠেছিল রিয়াল।
তবে এখন বোধ হয় রিয়াল মাদ্রিদ নয়, ‘কামব্যাক কিং’ তকমাটা বার্সেলোনার সঙ্গেই বেশি মানানসই। ঘুরে দাঁড়ানো জয়টাকে যে ইদানীং অভ্যাস বানিয়ে ফেলেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ নয়, এখন হান্সি ফ্লিকের বার্সেলোনাই যেন কামব্যাক স্পেশালিস্ট।
গত রাতেই যেমন ভায়াদোলিদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে রাফিনিয়া (৫৪তম মিনিট) ও ফারমিন লোপেজের (৬০তম মিনিট) গোল বার্সেলোনাকে ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট এনে দেয়।
ফারমিন লোপেজের গোল উদযাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক মব য ক
এছাড়াও পড়ুন:
৩০০ এজেন্ট নিয়ে ইউএস-বাংলার ‘পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫’ অনুষ্ঠিত
বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ট্রাভেল এজেন্টদের নিয়ে মালদ্বীপে আয়োজন করেছে তিন দিনব্যাপী বিশেষ সম্মেলন পার্টনার রিট্রিট মালদ্বীপ-২০২৫।
গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মালদ্বীপের ক্রসরোড আইল্যান্ডের সাই লেগুন ও হার্ড রকে অনুষ্ঠিত এই আয়োজন। অনুষ্ঠানে প্রথমবারের মতো কোনো নির্দিষ্ট দেশের একক এয়ারলাইন্স বিদেশে নিয়ে গেছে ৩০০-এর অধিক ট্রাভেল এজেন্ট। অংশগ্রহণকারীরা এসেছিলেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে।
গত ১৯ সেপ্টেম্বর ইউএস-বাংলার দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে তারা ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান। তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে সাই লেগুন কনভেনশন হলে অনুষ্ঠিত হয় বিশেষ পুরস্কার বিতরণী।
পারফরম্যান্সের ভিত্তিতে ৪০ জন ট্রাভেল এজেন্টকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
উপস্থিত ছিলেন দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইউএস-বাংলার হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
এবারের সম্মেলনে পুরস্কৃতদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, দ্বিতীয় স্থান শেয়ার ট্রিপ লিমিটেড এবং তৃতীয় স্থান গোযায়ান লিমিটেড।
ঢাকা/এসবি