শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া। তারপর ঘুরে দাঁড়িয়ে জয়। ইউরোপের ফুটবলে ‘কামব্যাক’-এর কথা বললে সবার আগে চোখে ভাসে রিয়াল মাদ্রিদের নাম। মাঝে একটা সময় তো যেন ঘুরে দাঁড়ানোর বিশেষজ্ঞই হয়ে উঠেছিল রিয়াল।
তবে এখন বোধ হয় রিয়াল মাদ্রিদ নয়, ‘কামব্যাক কিং’ তকমাটা বার্সেলোনার সঙ্গেই বেশি মানানসই। ঘুরে দাঁড়ানো জয়টাকে যে ইদানীং অভ্যাস বানিয়ে ফেলেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ নয়, এখন হান্সি ফ্লিকের বার্সেলোনাই যেন কামব্যাক স্পেশালিস্ট।
গত রাতেই যেমন ভায়াদোলিদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে রাফিনিয়া (৫৪তম মিনিট) ও ফারমিন লোপেজের (৬০তম মিনিট) গোল বার্সেলোনাকে ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট এনে দেয়।
ফারমিন লোপেজের গোল উদযাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক মব য ক
এছাড়াও পড়ুন:
ভয়েস অব আমেরিকার কর্মীদের কাজে ফেরানোর আদেশ যুক্তরাষ্ট্রের আপিল আদালতে স্থগিত
ট্রাম্প প্রশাসনকে ভয়েস অব আমেরিকার (ভিওএ) এক হাজারের বেশি কর্মীকে কাজে ফিরিয়ে আনতে আদালতের দেওয়া একটি আদেশ গতকাল শনিবার স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আপিল আদালত।
মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক রয়স ল্যামবার্থ গত ২২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, তারা যেন মার্কিন সংবাদমাধ্যমটির কর্মী ও ঠিকাদারদের তাঁদের পদে পুনর্বহাল এবং রেডিও, টেলিভিশন ও অনলাইন সংবাদের সম্প্রচার ও কিছু অনুদান আবার শুরু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করে।
গতকাল আপিল আদালতের ২-১ ভোটে গৃহীত রায়ে বলা হয়েছে, ভয়েস অব আমেরিকার কর্মীদের কাজে ফেরানো এবং রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের জন্য নির্ধারিত ১৫ মিলিয়ন (দেড় কোটি) ডলারের অনুদান ফিরিয়ে দেওয়ার ল্যামবার্থের ওই আদেশ জারির যথাযথ বিচারিক ক্ষমতা ছিল না।
গতকাল আপিল আদালতের ২-১ ভোটে গৃহীত রায়ে বলা হয়েছে, ভয়েস অব আমেরিকার কর্মীদের কাজে ফেরানো এবং রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের জন্য নির্ধারিত ১৫ মিলিয়ন ডলারের অনুদান ফিরিয়ে দেওয়ার ল্যামবার্থের ওই আদেশ জারির যথাযথ বিচারিক ক্ষমতা ছিল না।ট্রাম্পের নির্দেশে গত মার্চ মাসে আকস্মিকভাবে সম্প্রচার বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের ‘এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)’। একই সঙ্গে সংস্থাটি এক হাজারের বেশি কর্মীকে ছুটিতে পাঠায় ও ৬০০ ঠিকাদারকে ছাঁটাইয়ের নোটিশ দেয়।
আপিল আদালত রায়ে উল্লেখ করেন, ল্যামবার্থের আদেশে ভয়েস অব আমেরিকার ‘আইনানুযায়ী নির্ধারিত সম্প্রচার’ আবার চালুর বিষয়টি সরকার চ্যালেঞ্জ করেনি।
গত শুক্রবার প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়, ভয়েস অব আমেরিকা আগামী সপ্তাহে সম্প্রচার আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তবে এ বিষয়ে ইউএসএজিএম গতকাল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এ সিদ্ধান্ত প্রায় নিশ্চিত করে দিচ্ছে যে মামলাটি সম্পূর্ণ নিষ্পত্তি হওয়ার আগেই এসব নেটওয়ার্ক কার্যত বিলুপ্ত হয়ে যাবে।কর্নেলিয়া পিলার্ড, মার্কিন সার্কিট বিচারকআপিল আদালতের রায়ে ভিন্নমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের সার্কিট বিচারক কর্নেলিয়া পিলার্ড। তিনি বলেন, ওই সিদ্ধান্ত প্রায় নিশ্চিত করে দিচ্ছে যে মামলাটি সম্পূর্ণ নিষ্পত্তি হওয়ার আগেই এসব নেটওয়ার্ক কার্যত বিলুপ্ত হয়ে যাবে।
পিলার্ড আরও বলেন, এ কারণে অদূরভবিষ্যতে ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাবে এবং রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের শেষ পর্যন্ত মামলা টিকিয়ে রাখার সামর্থ্য থাকবে না।
আরও পড়ুনট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে যাচ্ছেন১৬ মার্চ ২০২৫ট্রাম্পের নির্দেশের পর ৮০ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকা সংবাদ সম্প্রচার বন্ধ রেখেছে। তাদের ওয়েবসাইট গত ১৫ মার্চের পর থেকে হালনাগাদ হয়নি ও অনুষ্ঠাননির্ভর বিদেশের রেডিও স্টেশনগুলো এখন বন্ধ আছে বা শুধু সংগীত সম্প্রচার করছে।
বিচারক ল্যামবার্থ রায়ে উল্লেখ করেছিলেন, মার্কিন কংগ্রেস এসব সম্প্রচার বাধ্যতামূলক করেছে এবং নির্বাহী বিভাগকে একতরফাভাবে সেগুলো বন্ধ বা অর্থায়ন বন্ধের অনুমতি দেয়নি।
ট্রাম্পের নির্দেশের পর ৮০ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকা সংবাদ সম্প্রচার বন্ধ রেখেছে। তাদের ওয়েবসাইট গত ১৫ মার্চের পর থেকে হালনাগাদ হয়নি ও অনুষ্ঠাননির্ভর বিদেশের রেডিও স্টেশনগুলো এখন বন্ধ আছে বা শুধু সংগীত সম্প্রচার করছে।ট্রাম্পের উপদেষ্টা ক্যারি লেক ১৫ মার্চ ভয়েস অব আমেরিকার সম্প্রচার বন্ধের ঘোষণা দেন এবং ইউএসএজিএমের প্রায় সব কর্মীকে ছুটিতে পাঠান। তিনি বলেন, সংস্থাটি ‘অপূরণীয়ভাবে ভেঙে পড়েছে’ ও ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। আপিল আদালতের রায়কে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমাদের জন্য এক বিশাল জয়’ বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুনভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে১৫ জুলাই ২০২১আরও পড়ুনভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্পের সিদ্ধান্তকে অবৈধ দাবি করে মামলা২২ মার্চ ২০২৫