১৬ বছর পর সম্মেলন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি দাউদ, সম্পাদক মাহফুজুর
Published: 4th, May 2025 GMT
১৬ বছর পর অনুষ্ঠিত হলো পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু দাউদ প্রধান এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান (বাবু)। আবু দাউদ আগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও মাহফুজুর সদস্য ছিলেন।
গতকাল শনিবার রাতে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়। ভোটের ফলাফল ঘোষণা করেন পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন। এর আগে দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় অডিটরিয়াম চত্বরের মুক্তমঞ্চে। জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো.
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির। প্রধান বক্তা ছিলেন ফরহাদ হোসেন।
২০০৯ সালের সম্মেলনে আবু দাউদ সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০২০ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক হন আনোয়ার হোসেন এবং সদস্যসচিব সেকেন্দার আলী।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র উপজ ল সদস য
এছাড়াও পড়ুন:
শাহবাগে সমাবেশস্থলে ছাত্রদলের নেতা কর্মীরা, চলছে স্লোগান
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে আসছেন নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বেড়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশস্থলে অবস্থান করছেন। বেলা দুইটা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা।
সমাবেশস্থলের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে।
শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশস্থলে নেতা-কর্মীরা। আজ রোববার বেলা দুইটার কিছু আগে