১৬ বছর পর সম্মেলন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি দাউদ, সম্পাদক মাহফুজুর
Published: 4th, May 2025 GMT
১৬ বছর পর অনুষ্ঠিত হলো পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু দাউদ প্রধান এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান (বাবু)। আবু দাউদ আগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও মাহফুজুর সদস্য ছিলেন।
গতকাল শনিবার রাতে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়। ভোটের ফলাফল ঘোষণা করেন পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন। এর আগে দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় অডিটরিয়াম চত্বরের মুক্তমঞ্চে। জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো.
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির। প্রধান বক্তা ছিলেন ফরহাদ হোসেন।
২০০৯ সালের সম্মেলনে আবু দাউদ সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০২০ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক হন আনোয়ার হোসেন এবং সদস্যসচিব সেকেন্দার আলী।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র উপজ ল সদস য
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ