খালেদ শরিফুলদের বোলিং তোপে অল্প রানেই গুটিয়ে গেল নিউ জিল্যান্ড
Published: 5th, May 2025 GMT
নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশকে এগিয়ে রাখা হচ্ছিল। মাঠেও দেখা গেল তার প্রতিফলন। দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে খালেদ আহমেদ এবং শরিফুল ইসলামদের বোলিং তোপে ৩৪.৩ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে গেল নিউ জিল্যান্ড।
সোমবার (০৫ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউ জিল্যান্ডের অধিনায়ক নিক কেলি। ফিল্ডিং করতে নেমেই নিজেদের বোলিং ইউনিটের শক্তি দেখিয়ে দেয় বাংলাদেশ।
শুরু থেকেই বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম গতির ঝড় তোলেন। সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় কিউই ব্যাটিং লাইনআপ। আসা-যাওয়ার মিছিলে যোগ দেন তারা। তাতে পঞ্চাশের আগে ৫ উইকেট হারানো কিউইরা একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল। তাদের মান রক্ষা করেন সাত নম্বরে নামা ডি ডিন ফক্সক্রফ্ট। তিনি সর্বোচ্চ ৭২ রান করেন ৬৪ বলে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ বলে ৪২ রান করেন ওপেনার রেইস মারিউ।
আরো পড়ুন:
‘এ’ দলে ৩৬ উইকেট পাওয়া পেসার এনামুল
শান্ত কেন দলে, বিপিএল সেরা হয়েও মিরাজ কেন নেই?
দলের বাকি ৯ ব্যাটারের সবাই আউট হয়েছেন মোবাইল ডিজিটের ঘরে। এর মধ্যে টপ অর্ডারের ৪ জনসহ মোট ৫ ব্যাটার কোনো রান না করেই ফিরে গেছেন ড্রেসিংরুমে।
নিউ জিল্যান্ডের ইনিংসে ব্যাটিং ধ্বস নামানোর দুই কারিগর খালেদ ও শরিফুল। তাদের সঙ্গে যোগ দেন স্পিনার তানভীর ইসলামও। খালেদ ও তানভীর সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। শরিফুল ও এবাদত হোসেন নেন ২টি করে উইকেট।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা
নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫
নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/আরিফুল/মাসুদ