হেড অ্যান্ড নেক ক্যানসার: ‘স্টেজ ফোর’-এর রোগীকে সুস্থ করা সম্ভব
Published: 5th, May 2025 GMT
হেড অ্যান্ড নেক ক্যানসারে আক্রান্তদের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ পুরুষ, বাকি ২০ থেকে ৩০ শতাংশ নারী। ধূমপানের কারণে পুরুষদের এই রোগে আক্রান্ত হওয়ার হার বেশি। তবে এই ক্যানসার হলে স্টেজ ফোরের প্রাথমিক পর্যায় থেকেও রোগীকে সুস্থ করা সম্ভব।
কথাগুলো বলছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার মেডিসিন ও রেডিওথেরাপি–বিশেষজ্ঞ ডা.
অনুষ্ঠানটি গত বুধবার সরাসরি সম্প্রচারিত হয় প্রথম আলো ডটকম এবং প্রথম আলো, এসকেএফ অনকোলজি ও এসকেএফের ফেসবুক পেজে।
আলোচনার শুরুতেই উপস্থাপক জানতে চান, কারা হেড অ্যান্ড নেক ক্যানসারের ঝুঁকিতে রয়েছেন? উত্তরে ডা. এস এম নাজমুল আলম বলেন, সাধারণত হেড অ্যান্ড নেক ক্যানসার বলতে মানুষের মাথা থেকে ঘাড় পর্যন্ত নাক, নাকের গহ্বর, সাইনাস, ঠোঁট, জিহ্বা, মাড়ি, গালের ভেতরের অংশ, মুখের তালু, গলা, কণ্ঠনালি, শ্বাসনালির ওপরে, খাদ্যনালি, টনসিল, লালাগ্রন্থি ইত্যাদি অংশের ক্যানসারকে বোঝানো হয়। তিনি বলেন, এবার আসি কারা ঝুঁকিতে সে বিষয়ে। মূলত যাঁরা ধূমপান, মদ্যপান, পান-জর্দা, তামাক-গুল সেবন করেন, অনিয়ন্ত্রিত জীবনাচরণ রয়েছে, কর্মক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও রেডিয়েশনের সংস্পর্শে থাকেন এবং পরিবারের কারও আগে এ ধরনের ক্যানসার হয়েছে তাঁরা এর ঝুঁকিতে আছেন। এ ছাড়া ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে’ আক্রান্ত হলেও এই ক্যানসারের ঝুঁকি বেশি থাকে।
নাজমুল আলম বলেন, হেড অ্যান্ড নেক ক্যানসারে আক্রান্তদের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ পুরুষ, বাকি ২০ থেকে ৩০ শতাংশ নারী। যাঁদের বয়স ৫০ বছরের বেশি।
সম্পূরক প্রশ্ন হিসেবে উপস্থাপক জানতে চান, নারীরাই পান বেশি খান আর ধূমপান পুরুষেরাই বেশি করেন। তাহলে ক্যানসারে আক্রান্তের সংখ্যায় এত পার্থক্য কেন?
উত্তরে নাজমুল আলম বলেন, নারীরা গুল বা পান বেশিক্ষণ মুখে রাখার কারণে তাঁদের জিহ্বা ও মুখগহ্বরের ক্যানসার হচ্ছে। কিন্তু পুরুষেরা ধূমপানের কারণে হেড অ্যান্ড নেকের বাকি অংশগুলোতে আক্রান্ত হচ্ছেন। তাই এ ধরনের ক্যানসারে নারীদের তুলনায় পুরুষদের আক্রান্তের হার বেশি।
পারিবারিক ইতিহাসের সঙ্গে এ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রভাব সম্পর্কে ডা. নাজমুল আলম বলেন, অন্যান্য ক্যানসারের মতো এ ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। তবে এর প্রভাবটা অতটা মারাত্মক নয়।
হেড অ্যান্ড নেক ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে ডা. নাজমুল আলম বলেন, এ ধরনের ক্যানসার বিস্তৃত জায়গাজুড়ে হয়ে থাকে। তাই স্থানভেদে এর লক্ষণ একেক জায়গায় একেক রকম হয়ে থাকে। যদি মোটাদাগে বলা যায়, গলায় দীর্ঘ সময় ধরে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে গেলে শব্দ হওয়া, গন্ধের অনুভূতি কমে যাওয়া, অতিমাত্রায় কাশি, গালে, জিহ্বায় বা মুখগহ্বরে কোথাও কোনো সাদা বা লাল ক্ষত হওয়া, দীর্ঘদিন সর্দি, নাক থেকে রক্তক্ষরণ, গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া, কথা বলতে কষ্ট হওয়ার মতো লক্ষণ থাকতে পারে। এ ছাড়া মুখের কোনো অংশ যেমন চোখের ওপরে, ঘাড়ে, গলায়, নাকের চারপাশ, কানের আশপাশ বা চোয়াল ফুলে যাওয়া বা মুখের এক পাশ ফুলে যাওয়া, মুখে ব্যথা, মুখ খুলতে সমস্যা, কানে ব্যথা, এক কানে শুনতে সমস্যা, দাঁতে ব্যথার মতো লক্ষণও প্রকাশ পেতে পারে। যদি দেখা যায় এ ধরনের লক্ষণ দুই সপ্তাহেও সারছে না, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
প্রসঙ্গক্রমে উপস্থাপক জানান, এসকেএফ অনকোলজি বাংলাদেশের প্রথম এবং একমাত্র ইউজিএমপি ও অ্যানভিজা ব্রাজিল অনুমোদিত প্ল্যান্ট। ফলে এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় ২৭টি দেশে এবং দক্ষিণ আমেরিকায় রপ্তানি হচ্ছে। এ ছাড়া এসকেএফ অনকোলজির সারা দেশে রয়েছে ৩৩টি সেবাকেন্দ্র, যার মাধ্যমে ক্যানসারের ওষুধ পাওয়া যায়। শুধু তা-ই নয়, ঘরে বসে অর্ডার করলেই বাংলাদেশের যেকোনো প্রান্তে সহজেই ওষুধ পৌঁছে দেওয়া হয়।
আলোচনার এ পর্যায়ে হেড অ্যান্ড নেক ক্যানসারের স্ক্রিনিংয়ের ধরন সম্পর্কে জানতে চান উপস্থাপক। উত্তরে ডা. নাজমুল আলম বলেন, এ ধরনের ক্যানসারের স্ক্রিনিং প্রতিবছর করতে হয়। এ সময়ে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে গিয়ে দাঁতের পাশে অস্বাভাবিক কিছু আছে কি না, মুখের পাশে কোনো আলসার আছে কি না, এমন ক্ষত যা সহজে শুকাচ্ছে না অর্থাৎ সিম্পল ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্য দিয়ে স্ক্রিনিংটা করতে হয়। তিনি বলেন, ‘সাধারণত জিহ্বা বা মুখগহ্বরে ক্যানসারের আশঙ্কা মনে হলে “পাঞ্চ বায়োপসি” নামে একটা পরীক্ষা করা হয়। নাকে হলে যেটা “বায়োপসি” এবং স্বরযন্ত্রে হলে সেটা “ডিএল বায়োপসি”র মাধ্যমে নির্ণয় করি। যদি কোনো টিউমার বা অতিরিক্ত মাংসপিণ্ড পাওয়া যায় সে ক্ষেত্রে আরও কিছু পরীক্ষা হয়। সিটি স্ক্যান ফেসের নেক, এমআরআই অব দ্য ফেসের মাধ্যমে নির্ণয় করা হয় ক্যানসার ওই জায়গাতেই আছে নাকি ছড়িয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘যদি ছড়িয়ে পড়ে সে ক্ষেত্রে বর্তমান অবস্থার জন্য বুকের সিটি স্ক্যান, এন্ডোস্কপি, ফাইবার অব টিকলারিঙ্গস্কপি এবং পেট সিটি স্ক্যান ইত্যাদির মতো আধুনিক পরীক্ষার মাধ্যমে ক্যানসারটি সম্পর্কে জানতে পারি।’
বাংলাদেশে হেড অ্যান্ড নেক ক্যানসারের বর্তমান পরিস্থিতি, স্ক্রিনিং, সচেতনতা ও চিকিৎসাপদ্ধতি ইত্যাদি বিষয়ে পরামর্শ দেন ডা. এস এম নাজমুল আলমউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার বাবাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের দ্বিতীয় স্ত্রীর সন্তান। রাতে শিশুটির মা লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই বিস্তারিত এখনই বলা যাবে না। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
গণঅভ্যুত্থান দিবস: ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
দায়বদ্ধতা থেকে সাজিদের ভিসেরা রিপোর্ট দ্রুত নেওয়ার চেষ্টা করেছি: এআইজি আশরাফ
ওসি আরও জানান, শিশুটি জানিয়েছে গত একমাস ধরে তাকে ধর্ষণ করা হচ্ছিল। শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পুরে ভুক্তভোগীর মা অভিযোগ করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ