জুবাইদার ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান
Published: 6th, May 2025 GMT
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তাঁর পুত্রবধূ জুবাইদা রহমান। প্রায় ১৭ বছর পর দেশে ফিরলেন জুবাইদা রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
খালেদা জিয়াকে গাড়ির সামনের আসনে বসে থাকতে দেখা যায়। পেছনের আসনে হাসিমুখে বসেছিলেন তাঁর দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
২০০৮ সাল থেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বসবাস করছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
খালেদা জিয়ার সঙ্গে জুবাইদা রহমানও আজ দেশে ফিরেছেন। এর ফলে জুবাইদার ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান হয়েছে। দেশে ফিরে বাবার ধানমন্ডির বাসায় থাকার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
জুবাইদাকে বরণ করে নিতে ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত তাঁর বাবার বাড়ি মাহবুব ভবনও প্রস্তুত করা হয়েছে। বাড়িটি সুসজ্জিত করার পাশাপাশি তাঁর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা রাখা হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক। এই মামলায় জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয়।
জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাঁকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
জুবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায়। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়েও তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা।
আরও পড়ুনখালেদা জিয়া ‘ফিরোজা’য় পৌঁছেছেন১ ঘণ্টা আগেআরও পড়ুনখালেদা জিয়া দেশে ফিরলেন, সঙ্গে দুই পুত্রবধূ৪ ঘণ্টা আগে১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে তিনি স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে আসেন।
গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। লন্ডন ক্লিনিকে ১৭ দিন প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুনফুল, ব্যানার, পতাকা, স্লোগানে খালেদা জিয়াকে পথে পথে শুভেচ্ছা৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত র ক রহম ন ২০০৮ স ল রহম ন র বছর র
এছাড়াও পড়ুন:
২০০৮ সালে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল : শাহ আলম
নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, ক্লিন ইমেজের নেতৃত্ব ও প্রার্থী বাছাই করবেন এবং তাদেরকে প্রধান্য দিবেন। আপনারা সাক্ষী আমি শাহ আলম কোন মাদক ব্যাবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের কখনো প্রশ্রয় দেইনি।
দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি যদি এমপি নির্বাচিত হই নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে সব থেকে বেশি পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আমরা সকলে নিরাপদের বসবাস করতে চাই। আমি আপনাদের কথা দিতে চাই, আপনারা আমারা কাছে নিরাপদ।
এসময় সমাবেশে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রশ্রয় দিবেন না বলে শাহা আলম প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি জীবনে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রশ্রয় দেব না।
আপনারা দেখতে পারেন যে, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আমার স্লোগান দিতে পারে এর অর্থ এই না যে আমি তাদেরকে প্রশ্রয় দিব। এবং আমি বিশ্বাস করি যারা বিএনপি করে তারা কখনো কোন সন্ত্রাসী ও চাঁদাবাজি করতে পারে না।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে একথা বলেন তিনি। এর আগে তার নেতৃত্বে সকালে বঞ্চবটি এলাকা থেকে র্যালী বের করেন ফতুল্লা পাগলা বাজার এসে শেষ হয়|
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মানুম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোজেল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু প্রমুখ।
পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ শাহ আলম বলেছেন, ২০০৮ সালে পর ১৮ সালেও আমার নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু দল ও জোটের স্বার্থে এবং নির্দেশনায় আমি সরে দাঁড়িয়ে ছিলাম। শুধুমাত্র দলের স্বার্থে।
তিনি আরও বলেন, ২০০৮ সালে বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আমি তার হাত ধরে রাজনীতিতে এসেছি। এবং ২০০৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল।
তখন ষড়যন্ত্র করে সামান্য ভোটের ব্যবধানে আমাকে হারানো হয়েছিল। তবে দেশের জনগণ জানে আমি নির্বাচিত হয়েছিলাম। এবং ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়েছেন আপনারা। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আরো পড়ুন
বন্দরে কোটি টাকার চোরাই ড্রেজার কাটিং করে বিক্রয়ের চেষ্টা
আড়াইহাজারে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চুনা কারখানা গুঁড়িয়ে দিল
বন্দরে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
বন্দরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
বন্দরে দুই মাদক সম্রাটের বিরুদ্ধে পিতাকে মারধরের অভিযোগ
বন্দরে গাঁজাসহ মাদক বিক্রেতা মঞ্জু গ্রেপ্তার
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম